header banner

Monalisa : মোনালিসার ছবি নিয়ে গুঞ্জনে বলিউডে হইচই

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কুম্ভমেলার সেই মোনালিসাকে (Monalisa) মনে আছে? রাতারাতি বদলে গিয়েছিল যাঁর জীবন। সেই মোনালিসাকেই একবার দেখার জন্য তাঁর জীবনের প্রথম ছবির শুটিং চলাকালীন মধ্যপ্রদেশে (Madhya Pradesh) পিচ্চোরে ভিড় জমিয়েছিলেন শতাধিক মানুষ। জীবনের প্রথম ছবির প্রচারে মোনালিসাকে দেখার জন্য মানুষের এই ঢল ছিল রীতিমতো চোখে পড়ার মতো। তাঁকে একবার দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পরে যায়।

{link}

বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য শুটিংও। ভিড় ঠেলে, ছাদের উপর উঠে নিজের অনুরাগীদের ঝরোখা দর্শন দেন নব্য অভিনেত্রী। সকলের উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, “আপনাদের সকলের সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে।”শেষ অবধি ওই জনস্রোত সামলে শুটিং শুরুর জন্য শেষ অবধি প্রযোজনা সংস্থার তরফে মাঠে নামতে দেখা যায়। শুধু তাই নয় ভক্তদের উদ্দেশ্যে বলা হয়, “আজ এই পর্যন্তই। আগামীকাল মোনালিসা আবারও সকলের সঙ্গে এসে দেখা করবে। আমরা সকলে সকাল থেকে বাইরে রয়েছি। শুটিংয়ের কঠিন শিডিউল চলছে।

{link}

দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।” মহাকুম্ভই (Kumbh Mela) ঘুরিয়ে দিয়েছিল ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে। খারগাঁওয়ের এই ষোড়শীকে বলিউডের পর্দাতে যে দেখা যাবে সেই গুঞ্জন তখনই ছড়িয়ে পড়েছিল। তবে ফিল্মি পিচে পা দেওয়ার আগে ‘টেস্ট রানে’ ব্যস্তও ছিলেন মোনালিসা। প্রকাশ্যে এসেছিল তাঁর পয়লা বলিউড ছবির পারিশ্রমিক। পেট চালাতে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছিলেন বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা। শোনা গিয়েছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন।

{ads}

News Breaking news Bollywood Monalisa Kumbh Mela সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article