শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাঙালির অন্যতম উৎসব দীপাবলি। দীপাবলির সঙ্গে যুক্ত আছে অনেক ধৰ্মীয় অনুষঙ্গ। মানুষের বিশ্বাস যে দীপাবলির আগে ধনতেরাস (Dhanteras) ও দীপাবলিতে ঘরে কিছু নতুন জিনিস কিনতে হয়। তারমধ্যে সোনা ও রুপো কেনার প্রচলন আছে। আর ভারতীয় জ্যোতিষ বলছে যে দীপাবলিতে ঝাঁটা কিনতে হয়।তাছাড়া এই বিশেষ দিন দেবী লক্ষ্মী, কুবের পুজো করা হয়।
{link}
চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। এদিন অনেকেই ঘর পরিষ্কার করেন। ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখেন। বলা হয়, যদি আপনি ঘর বাড়ি পরিষ্কার করেন তাহলে এই মা লক্ষ্মী তার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন। এদিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ। তবে এদিন আপনি যদি নতুন ঝাঁটা কেনেন কখনোই কিন্তু পুরনো ঝাঁটা বাড়ি থেকে ফেলে দেবেন না। তা কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র (Astrology) বলে, ঝাঁটা মানব জীবন ও সমাজকে পরিষ্কার রাখে। তাই ঝাঁটা আসলে দেবী লক্ষ্মীর প্রতীক। তাই ঝাঁটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা মানব জীবনের ধর্ম। যদি আপনি ধনতেরাসে বাড়িতে ঝাঁটা কেনেন, তাহলে দেবী লক্ষ্মী খুব খুশি হবেন। এতে আপনার সুখ, সমৃদ্ধি, ধন-সম্পদ হু হু করে বাড়তে থাকবে।
{link}
বাড়িতে যদি কোনও ঝাঁটা ভেঙে যায়, তা কিন্তু এখনই আপনি সরিয়ে ফেলুন। দীপাবলির দিন কখনোই বাড়ি থেকে ফেলবেন না। যদি আপনি নতুন ঝাঁটা কেনেন তাহলে সূর্যাস্তের আগে , ধনতেরাসের দিন দুপুরে কিংবা ধনতেরাসের দিন সূর্যাস্তের আগে কেনা উচিত। ঝাড়ু কখনোই বিকেলের পরে কিনবেন না। এটি খুব অশুভ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ঝাঁটা কখনোই পোড়ানো উচিত নয়। এটি খুব অশুভ । সেই সঙ্গে নোংরা জায়গায় ঝাঁটা ফেলবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। বাড়িতে ঝাঁটা থাকলে সেটিতে কখনোই পা দেবেন না। এতে দেবী লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে হতে পারে আপনাকে। সবচেয়ে ভালো হয় যদি গঙ্গা বা কোনো নদী কিংবা কোনো জলশয়ের পাশে পুরোনো ঝাঁটা রেখে আসেন।
{ads}