header banner

Rachna Banerjee : তবে কি সিনেমা থেকে বিদায় নিচ্ছেন রচনা?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) এখন হুগলীর সাংসদ। দীর্ঘদিন সিনেমা জগতে দাপিয়ে বেড়িয়েছেন। এখন সিনেনাতে সেভাবে নেই, আছেন রাজনীতিতে। ছোট পর্দার রিয়েলিটি শো ছাড়া সেভাবে আর সিনেমার রুপোলি জগতে তাঁকে পা রাখতে দেখা যায়নি।বর্তমানে তিনি হুগলির (Hooghly) সাংসদ! আবারও রুপোলি পর্দায় কবে তাঁকে দেখতে পাওয়া যাবে সেই নিয়ে মতামত দিয়েছেন খোদ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

{link}

তৃণমূল সাংসদ শতাব্দী রায় অনেক দিন পর অভিনয় জগতে ফিরেছেন। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া (June Malia) অভিনয় করছেন। ঘাটালের সাংসদ দেব তো রীতিমতো ব্যস্ত তাঁর সিনেমা নিয়ে। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বহুদিন সিনেমা থেকে দূরে রয়েছেন। এক সময় প্রসেনজিতের সঙ্গে তাঁর জুটি রীতিমতো হিট ছিল। তারপর ওড়িশার সিনেমায় চুটিয়ে কাজ করেছেন। কাজ করেছেন হিন্দি, দক্ষিণী ছবিতেও।

{link}

একটি জনপ্রিয় টেলিভিশন শো হোস্ট করছেন। সেই কাজে ব্যস্ত থাকেন। পাশাপাশি, সাংসদ হিসেবে ব্যস্ততা রয়েছে তাঁর। এদিন পোলবার পাউনানে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে রচনা বন্দ্যোপাধ্যায় আবার সিনেমায় ফেরা নিয়ে বলেন, ‘এখন সময় নেই। তবে আগামী দিনে কী হবে সেটা বলতে পারব না।’ তবে তিনি যে রাজনীতির জগতে থাকতে চান তা স্পষ্ট করেছেন। আর রাজনীতি হোল টাইমের জন্য, পারটাইম রাজনীতি করলে মানুষ যে ঠিকমতো পরিষেবা পায় না তা প্রমাণিত। তাই এখনো রচনা কি করবেন তা ঠিক করবেন রচনা নিজেই।

{ads}

News Breaking News Rachna Banerjee Tollywood Politics সংবাদ

Last Updated :