header banner

Bollywood : তবে কি সম্পর্কের 'দি এন্ড'

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সদ্য কিছুদিন আগেই তাদের প্রেমের খবর সম্প্রচারিত হয়। আর কিছুদিনের মধ্যেই চলে আসে বিচ্ছেদের বার্তা। বিনোদন জগতের মজাই হলো এটা। তাদের সম্পর্ক গড়া ও ভাঙা যেন  দৈনন্দিন ঘটনা। বলিসূত্রে খবর, কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে এই ঘটনা। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছন বিজয় (Vijay Varma) এবং তামান্না (Tamannaah Bhatia)।

{link}

এখন থেকে নাকি তাঁরা শুধুই ভালো ‘বন্ধু’। যদিও কিছু মাসে আগেও তাঁদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর,”তাঁরা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না।” প্রেম নেই, তবে বন্ধুত্ব আছে - এটা বিনোদন জগতের অনেকের ক্ষেত্রেই। এই বিষয়ে তারা অবশ্য নিজেরা কিছু বলে নি। আগে কখনো নিজেদের প্রেম নিয়ে কোনও দিনই তাঁরা রাখঢাক করেননি। প্রকাশ্যে জানিয়েছেন তাঁরা ডেট করছেন।

{link}

এমনকি, মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই তো, শীঘ্রই বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন তাঁরা। এত আলোচনার মাঝেই ছন্দপতন। এমনকি তাঁরা একসঙ্গে বাড়ি নেবেন বলেও ঠিক করেছিলেন। বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়ি খুঁজছিলেন তাঁরা। তারপরে কি এমন ঘটলো যে সব শেষ হয়ে গেলে? সেই প্রশ্ন নাগরিক মহলের।

{ads}

 

News Breaking News Bollywood Tamannaah Bhatia Vijay Varma Relation সংবাদ

Last Updated :