header banner

Diwali 2024 : দীপাবলির দিন একটি সোনার মুদ্রা কিনে আনুন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দীপাবলিতে (Diwali 2024) করুন বাস্তু প্রতিকার - আর্থিক সংকট দূর হবে। দীপাবলি একেবারে দরজায় এসে উপস্থিত। কিন্তু আপনার আর্থিক সংকট মিটছে না। অনেক কিছু পাবার প্রবল সম্ভাবনা থাকলেও কিছুতেই হাতে আসছে না। এই সমস্যা নিয়েই আমরা কয়েকজন বিশিষ্ট বাস্তুশাস্ত্রবিদের সঙ্গে কথা বলেছিলাম। বাস্তুশাস্ত্রবিদেরা বলেন, বাস্তু দোষ থাকলে অনেক হয়ে যাওয়া কাজও হয় না। দীপাবলি হলো আদর্শ সময়, যখন আপনি আপনার বাস্তুদোষ কাটিয়ে উঠতে পারেন। তাঁদের পরামর্শ হলো -

{link}

 

১) দীপাবলি দিন বাড়িতে সুখ, সমৃদ্ধি আনতে বাড়ির উত্তর-পশ্চিম কোণে একটি সুন্দর মাটির পাত্র লাল কাপড়ের মুড়ে তার ভেতরে সোনা ও রুপোর টুকরো দিয়ে রেখে দিন। এতে আপনার বাড়িতে থাকা বাস্তুত্রুটি দূর হবে। সেই সঙ্গে ভাগ্যের দ্বার খুলবে আপনার। 

২) যদি আপনি মাটির পাত্রে কিছু চাল, গম বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রেখে দেন তাহলে আপনার অর্থের অভাব কোনদিনই হবে না। এমনকি জীবনে সফলতা লেগে থাকবে। 

৩) আর্থিক অভাব দূর করতে এবং বাস্তুত্রুটি কাটাতে দীপাবলির দিন পরিবারের সকলের মাথায় সাতবার কালো তিল ঘুরিয়ে বাড়ির উত্তর দিকে ছুড়ে ফেলে দিন। এতে আপনার অর্থহানি হবে না। সঙ্গে পরিবারের শান্তি বজায় থাকবে।

{link}

 

৪) আর্থিক অবস্থার উন্নতি আপনি আরও করতে চাইছেন অর্থাৎ অর্থ সঙ্কট কাটিয়ে আপনি যদি জীবনে উন্নতির মুখ দেখতে চান, তাহলে দীপাবলির দিন একটি সোনার মুদ্রা (gold coin) কিনে ঘরে নিয়ে আসুন। আপনার প্রতি লক্ষ্মী সদয় হবেন।

৫) সম্পদের দেবী লক্ষ্মী ও কুবেরকে খুশি করতে আপনি দীপাবলির দিন ঘরে একটি ময়ূরের পালক আনুন ও কুকুরকে দুধ খাওয়ান।

৬) বাস্তুত্রুটি কাটাতে আপনি দীপাবলির আগেই বাড়িতে একটি নারকেল আনুন। দীপাবলি কেটে যাবার পর আপনি সেই নারকেল জলে ভাসিয়ে দিন। এতে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে।

{ads}

News Breaking News Kali Puja Diwali 2024 Ecology news সংবাদ

Last Updated :