শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ছবি রিলিজ হওয়ার আগে ভাইজান বলেছিলেন, তিনি এই ছবি নিয়ে কোনো বিতর্ক চান না। কিন্তু তিনি না চাইলেও বিতর্ক তৈরী হয়েছে। টিজার-ট্রেলারে ঝড় তুলে দিলেও সিনেমা মুক্তির পরই পড়তে হল চরম বিপাকে। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় পরিচালক এআর মুরুগাদোস। সেই প্রেক্ষিতেই ‘সিকন্দর’ (Sikandar) বয়কটের ডাক দিলেন মুম্বইয়ের জনপ্রিয় মুসলিম সমাজকর্মী।
{link}
তাঁর দাবি, সলমনের (Salman Khan) সিনেমা ‘সিকন্দর’ আদতে ‘ইসলামোফোবিক’। ইদের আবহে রিলিজ করেছে ‘সিকন্দর’। স্বাভাবিকভাবেই ভাইজানের এবারের ‘ইদি’ নিয়ে প্রত্যাশার পারদ চড়েছিল। তবে গত তিন দিনে বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই ছবি। বিশ্বের বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরলেও ভারতে মোটে ৭৫ কোটি টাকা আয় করতে পেরেছে সলমনের সিনেমা। এমন আবহেই মুম্বইয়ের সমাজকর্মী তথা পেশায় আইনজীবী শেখ ফয়াজ আলম ‘সিকন্দর’-এর উপর নিষেধাজ্ঞা জারি করার ডাক দিয়েছেন।
{link}
তাঁর আর্জি, “সিকন্দর’ ছবিটি না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সাহায্য করুন। কিংবা মুসলিমদের শিক্ষা, আইন, রাজনীতিতে অর্থ বিনিয়োগ করুন।” ওই সমাজকর্মীর সমস্যা আদতে মুরুগাদোসকে নিয়ে। ওই সমাজকর্মীর সমস্যা আদতে মুরুগাদোসকে নিয়ে। আরও পরিষ্কার করে বললে, পরিচালকের বছরখানেক আগের সিনেমা ‘থুপাক্কি’ নিয়ে। সেই ছবিতে নাকি সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শন করেছেন মুরুগাদোস। আর সেই প্রসঙ্গ টেনেই এবার ‘সিকন্দর’ বয়কটের ডাক দিলেন তিনি।
{ads}