header banner

Cat's eye : বিড়ালের দৃষ্টি শক্তিতে আছে আশ্চর্য কিছু ক্ষমতা

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আধুনিক সভ্যতার প্রধান অঙ্গ হলো - 'গবেষণা' ও গবেষণাগার'। প্রতিনিয়ত চলেছে নানা গবেষণা। প্রাণীর দেহতত্ত্ব নিয়ে গবেষণা শুরু হয়েছে কয়েকশো বছর আগে। সামনে আসছে নিত্য নতুন সব তথ্য। এবার লন্ডনের (London) জীববিদ্যা বিভাগের অধ্যাপক রোনাল্ড ডগলাস (Ronald Douglas) নতুন কিছু আশ্চর্য তথ্য সামনে এনেছেন। সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে ইউনিভার্সিটি অফ লন্ডনের ( University of London) জীববিদ্যা বিভাগের অধ্যাপক রোনাল্ড ডগলাস এই তথ্য জানান।

{link}

তাদের মতে, ফুলের গঠন-পাখির ডানার ধরন এ সবই এরা খালি চোখে দেখতে পায়, যা মানুষের ক্ষেত্রে অসম্ভব। কেবল তাই নয়, গবেষণায় আরও দেখা গিয়েছে বিড়াল, কুকুর এবং কিছু অন্য প্রাণী খালি চোখে আলোর ধরনও দেখতে পায়। প্রস্রাবের ঘ্রাণ থেকে প্রাণী শনাক্ত কর‍ার ক্ষমতার বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু আলোর ধরন দেখতে পাওয়া বিষয়টি সহজ নয়। সম্প্রতি একটি গবেষণা শেষে বিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন প্রাণীর আচরণ বিশ্লেষণ করলে দেখা যায় প্রাণীকূলে সবচেয়ে রহস্যময় প্রাণী হল বিড়াল। তাদের দেখার ক্ষমতা আরও বেশি রহস্যময়।

{link}

খালি চোখে মানুষ যা দেখতে পায় না, বিড়াল (Cat) তা দেখতে পায়! প্রতিবেদনে বলা হয়, যুগ যুগ ধরে আমরা জেনে এসেছি মৌমাছি সূর্যের অতি বেগুনি রশ্মি দেখতে পায়। সেই তালিকায় এখন আরও নাম যোগ হয়েছে। বিড়াল, কুকুর, ইঁদুর এবং বাদুরের মতো কিছু প্রাণী আল্ট্রাভায়োলেন্ট রেডিয়েশন (Ultraviolent radiation) দেখতে সক্ষম। তবে গবেষকরা মনে করছেন, বৃহদাকার কোনও প্রাণী সূর্যের অতি বেগুনি রশ্মি দেখতে পায় না। এর কারণ অতি বেগুনি রশ্মি দেখার জন্য মানুষসহ অন্যান্য বৃহদাকার প্রাণীদের চোখের গঠন যেমন হওয়া দরকার, তেমনটা নয়। এই প্রাণীগুলো আলো শনাক্ত করে এবং নিজেদের রক্ষা কর‍ার চেষ্টা করে। এই আশ্চর্য ক্ষমতা আছে বিড়ালের চোখে (Cat's eye)।

{ads}

News Breaking News Cats Research Animal Physiology Department of Biology London Ronald Douglas University of London Ultraviolent radiation Cat's eye সংবাদ

Last Updated :