header banner

Annapurna Roy : মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অনুপর্ণাকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কিছুটা দেরি হলেও মুখ্যমন্ত্রী (CM) কিন্তু অনুপর্ণাকে শুভেচ্ছা জানাতে ভুলে যান নি। আন্তর্জাতিক মঞ্চে বাঙালি কন্যার জয়জয়কার। ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের (Venice Film Festival) অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় চিত্রপরিচালক অন্নপূর্ণা রায়ের (Annapurna Roy)। সোমবার X হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

{link}

মমতা লেখেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অন্নপূর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।" তিনি আরো লেখেন, "অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়।এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।” মুখ্যমন্ত্রী চান, “ অন্নপূর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরও উজ্জ্বল করুন।”

{link}

নিতুড়িয়ার সরবড়ির কাছে নারায়ণপুরের একসময়ের বাসিন্দা অন্নপূর্ণা। এলাকার সকলে তাঁকে ‘মাম্পি’ নামেই চেনেন। নিতুড়িয়ার রানিপুর হাইস্কুলের ছাত্রী। ফার্স্ট ডিভিশন হয়নি মাধ্যমিকে। তাই বাবা-মা ইংরেজি শিক্ষক মামার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আর তারপরেই যেন একটু একটু করে বদলে যেতে থাকে কিশোরী মেয়ে অনুপর্ণার জীবন। মামা নীলোৎপল সিংহের হাত ধরে ইংরেজি সাহিত্য, ভারতীয় সংস্কৃতি সর্বোপরি জীবনকে অন্যভাবে দেখার ভাবনা যেন গেঁথে যায় তাঁর মনে। তাই গতানুগতিক পথে না হেঁটে দু’দুটো নামি কর্পোরেট কোম্পানির চাকরি ছেড়ে সিনেমা তৈরির কাজে মন দেন। শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেয়ে সোশাল মিডিয়ায় অন্নপূর্ণা লেখেন, “মামা মাই ফার্স্ট টিচার।”

{ads}

 

News Breaking News Venice Film Festival Mamata Banerjee Annapurna Roy সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article