শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : হিন্দু ধর্মে 'নারকেল' (Coconut) একটি খুবই পবিত্র ফল। প্রায় সমস্ত পুজো ও ধৰ্মীয় অনুষ্ঠানে নারকেল অপরিহার্য। যেকোনো নতুন কিছু কেনার পড়ে মানুষ নারকেল ফাটিয়ে তার উদ্বোধন করেন। এর পিছনে আছে বেশ কিছু জ্যোতিষ শাস্ত্রীয় পরামর্শ। যেকোনও শুভ কাজেই নারকেল লাগে। তা পুজো হোক কিংবা বিয়ে। সম্পদের দেবী মা লক্ষ্মীর সঙ্গে নারকেলের বিশেষ সম্পর্ক রয়েছে। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে এই নারকেল দিয়ে এই প্রতিকারগুলি করতে পারেন। বিশিষ্ট জ্যোতিষীরা বলেন -
{link}
১) আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন - একটি নারকেল, পদ্মফুল, দই, সাদা কাপড় ও সাদা মিষ্টি আপনি যদি দেবী লক্ষ্মীকে অর্পণ করেন, তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এটি করলে আপনার ব্যবসাতেও সাফল্য আসবে।
২) জীবনে সাফল্য পেতে কী করবেন - যদি জীবনে সাফল্য আনতে চান, তাহলে দেবী লক্ষ্মীকে একটি লাল কাপড়ে নারকেলে বেঁধে দিন। এতে আপনার জীবনের উপর থাকা সমস্ত সমস্যা দূর হবে ও অর্থ সংকট থেকেও বের হতে পারবেন।
{link}
৩) ঋণ থেকে বের হতে পারবেন - আপনি কারোর কাছে প্রচুর ঋণী হয়ে থাকেন বা কারোর থেকে প্রচুর ঋণ নিয়ে থাকেন তা থেকে সহজে বের হতে আপনি বাড়িতে নারকেল গাছ লাগাতে পারেন। বিশ্বাস করা হয়, বাড়িতে নারিকেল গাছ থাকলে আপনি খুব সহজেই ঋণ মুক্ত হতে পারবেন।
৪) এটি করলে অবিবাহিতদের দ্রুত বিয়ে হবে - যদি আপনার বাড়িতে অবিবাহিত কোনও মহিলা থাকেন, তাঁর যদি বিয়ে না হয় এবং আপনি দ্রুতই তাঁর বিয়ে দিতে চান, তাহলে মঙ্গলবার একটি নারকেল সেই অবিবাহিত মহিলাকে দিয়ে জলে ভাসিয়ে দিন। এতে খুব দ্রুতই সেই নারীর বিয়ে হবে। জ্যোতিষ শাস্ত্র এও বলে যে এই সমস্ত কাজ আপনাকে করতে হবে মনে বিশ্বাস রেখে। তাহলেই আপনি ঠিক সাফল্য পাবেন।
{ads}