শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : জুন মাসেই নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel)-এর কাজ শুরু করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বর্ষায় নর্থবেঙ্গলেই চলছিল শ্যুটিং। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান তাঁর কর্নিয়ায় বড়সড় ক্ষতি হয়েছে। জুন মাসেই নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর কাজ শুরু করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
{link}
বর্ষায় নর্থবেঙ্গলেই চলছিল শ্যুটিং। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান তাঁর কর্নিয়ায় (cornea) বড়সড় ক্ষতি হয়েছে। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন,'দু’দিন মোবাইলের থেকে একেবারে দূরে। আলো সহ্য করতে পারছি না। ব্যথা রয়েছে। তাই ঘর অন্ধকার করে রাখছি। রবিবার থেকে আবার শুটিং শুরু। সারা ক্ষণ হয় অ্যানাসথেটিক ড্রপ দিচ্ছি নয়তো আইপ্যাক লাগিয়ে রাখছি।'
{link}
প্রসঙ্গত, বৃহস্পতিবার নায়িকা একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তাঁর অনুরাগীদের বলেন,'আমি শুনেছি যা হয় তা নাকি ভালোর জন্য হয়, কিন্তু… গতকাল আমি আমার নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের শ্যুট করছিলাম, তখন মারাত্ম ব্যথা হতে থাকে। সঙ্গে সঙ্গে আমার প্রযোজনা সংস্থার তরফ থেকে আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্নিয়ার ড্যামেজের সঙ্গে লড়াই করছি আমি। কেন, কীভাবে, কখন হল আমি কিছু জানি না। কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর সবচেয়ে মারাত্মক যন্ত্রণা ভোগ করছি আমি এখন।'
{ads}