header banner

অপরূপ সৌন্দর্যের সৌজন্য, পৃথিবীর বুকেই 'স্বর্গের বাগান' দার্জিলিং-এর মাংওয়া গ্রাম

article banner

নিজস্ব সংবাদদাতা: দার্জিলিংয় জেলার একটি দুর্দান্ত গ্রাম মাংওয়া। এই গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য গ্রামটির আরেক নাম স্বর্গের বাগান। এই গ্রামের বিশেষ আকর্ষণ কমলালেবুর বাগান। যে বা যারা একবার এই কমলালেবুর বাগান দেখবে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে পড়বে। কমলালেবুর বাগান ছাড়াও রয়েছে চা বাগান, তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা, মনোরম প্রাকৃতিক পরিবেশ। এগুলি পর্যটকদের বিশেষ আকর্ষণীয়। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের কাছে নিঃসন্দে দুর্দান্ত স্পট। এছাড়া যারা ফটো তুলতে ভালোবাসেন নিঃসন্দেহে তাদের কাছেও এই স্থানটি বিশেষ পছন্দ হবে।

{link}

চারিদিকের মন্ত্রমুগ্ধকর পরিবেশ রয়েছে বলে স্বর্গের বাগান বলা হয় গ্রামটিকে। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সবথেকে আদর্শ সময়ে এই গ্রামে ভ্রমণ করবার। স্থানীয় বাসিন্দারাই হোমস্টে খুলেছেন, সেখানে আবার সকালের নাস্তা ফ্রি। হোমস্টে গুলি দুর্দান্ত, ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, রুম হিটারের সুবিধা সহ একাধিক সুবিধা হয়েছে। স্বর্গের বাগান দেখতে হলে যেতেই হবে এই গ্রামে। শহরের কোলাহল থেকে বেশ কিছুদিনের জন্য মুক্তি পেতে অসাধারণ একটি ঘোরার জায়গা। যে সমস্ত পর্যটকরা একবার এখানে আসেন, তাদের আবার দ্বিতীয়বার আসবার ইচ্ছে হবেই। তাহলে ঠাণ্ডা থাকতে থাকতে এই বছরে একবার দেখে আসতেই পারেন মাংওয়া। গ্রামটি আপনার পর্যটক হৃদয়কে নিরাশ করবেনা একটুও। 

{ads}

news Darjeeling Tourism West Bengal সংবাদ

Last Updated :