header banner

Tollywood : যশ-নুসরত সম্পর্কে চিড়?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) এবং নুসরত জাহানের (Nusrat Jahan) সম্পর্কে নাকি চিড় ধরেছে। টলিপাড়ায় কান পাতলে তেমনই গুঞ্জন। ঘনিষ্ঠরা এও বলছেন, ডিসেম্বরেই নাকি ছাদ আলাদা হয়েছে তাঁদের। সূত্রের খবর, তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি সম্পর্কে ভাঙন।

{link}

যশের প্রাক্তন এবং সহকারীর সঙ্গে ঘনিষ্ঠতা নুসরতকে ভাবিয়ে তুলেছে বলে জানা যায়। কাজের বাইরে দু'জন বিশেষ কোনও কথোপকথনও নাকি প্রায় বন্ধ। শুধু তাই নয়। নায়িকার ঘনিষ্ঠ সূত্রে খবর, যশ যখন মু্ম্বই গিয়েছিলেন, তখন নায়কের গতিবিধি নজরে রাখতে তাঁর পিছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরত। সম্প্রতি বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরে এলেন যশ।

{link}

অন্য দিকে, নুশরতে উত্তরবঙ্গে যান সন্তান ঈশানকে নিয়ে। ইনস্টাগ্রামে দু'জনের পোস্টের বাহার যে তাঁদের পরোক্ষ লড়াইয়ের ইঙ্গিত, সে কথাও বলছেন অনেকে। সম্পর্কে ভাঙন নিয়ে যদিও মুখে কুলুপ যশ-নুসরতের। দিন কয়েক চুটিয়ে ছবি 'আড়ি'র প্রচার করেছেন তাঁরা।

{ads}

 

News Breaking News Tollywood Yash Daasguptaa Nusrat Jahan Relationship সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article