শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী দেবশ্রী রায়ের পথ-কুকুর প্রেমের কথা আমরা সবাই জানি। আর সেই নিয়েই তাঁকে এবার অপমানিত হতে হলো। জানা গিয়েছে যে, দক্ষিণ কলকাতার একটি ৩৬০টি ফ্ল্যাটের বিরাট আবাসনের বাইরে পোষ্য কুকুর ঘোরানো নিয়ে আপত্তি বহু আবাসিকদের। এখানেই শেষ নয়, নিজেদের সারমেয়কে বাইরে ঘোরানোর জন্য আবাসনের বাসিন্দা আদৃজা ও তাঁর স্বামীর উপর নাকি রীতিমতো চড়াও হয়েছিলেন বহু আবাসিক। আর এই অদৃজা আবার দেবশ্রী রায়ের স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্য। তাই রবিবার বিকেলে সেই আবাসনে হাজির হন দেবশ্রী। তবে দেখা যায় যে, দেবশ্রী সেখানে হাজির হওয়ায় রীতিমতো আক্রমণের মুখে পড়েন তিনি, ‘আপনি কে, আমাদের সোসাইটিতে এসে আমাদের প্রশ্ন করার?’ সঙ্গে আরও বলা হয়, ‘ইউ আর জাস্ট অ্যান অ্যাকট্রেস’।
{link}
বচসা বাড়তে থাকলে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারপর পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসে। দেবশ্রীকে এই নিয়ে বলতে শোনা যায়, ‘ও যখন আমাকে বলে, একটা শান্তশিষ্ট রিট্রিভার ডগ, যাকে ঘোরাতে গিয়ে ও খুব সমস্যায় পড়েছে, এদিকে কুকুরটি মলমূত্র ত্যাগ করলে, ওরা সঙ্গে-সঙ্গে ধুইয়েও দিচ্ছে। ওকে মারতেও এসেছে, আমার মনে হয়েছে ওর পাশে দাঁড়ানো উচিত। আমাকেও অনেক কথা শুনতে হয়েছে, আপনাকে কে ডেকেছে! এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। বলছে, আপনি একজন অভিনেত্রী, কেন এখানে এসছেন। বললাম, আমি শুধু অভিনেত্রী নন। আজ ১৫-২০ বছর ধরে আমি এনিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে কাজ করছি। এতগুলো ফ্ল্যাট এখানে, কিন্তু সিসিটিভি নেই। এটা বড়ই অদ্ভুত।’
{ads}