header banner

Devi Chowdhurani : ‘দেবী চৌধুরানী’র প্রথম গান প্রকাশ্যে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani) নিয়ে এমনিতেই দর্শকমহলে ব্যাপক উন্মাদনা। এবার সামনে আসলো তার প্রথম গান। ১৩ আগস্ট প্রকাশ্যে এসেছিল এই ছবির টিজার। যা প্রদর্শিত হয়েছিল নিউইয়র্কের টাইমস স্কোয়ারে। পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গীত পরিচালনায় ‘দেবী চৌধুরানী’র প্রথম গান মুক্তি পেয়েছে মঙ্গলবার।

{link}

কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘দুর্গম গিরি কান্তার মরু’র সঙ্গে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দেমাতরম’র সংযুক্তিকরণ ঘটিয়ে এই গান বুনেছেন সঙ্গীত পরিচালক। ছবির প্রেক্ষাপটকে মাথায় রেখেই এই গান। ‘দেবী চৌধুরানী’র প্রথম গানে এক নয় বরং একাধিক গায়ক গায়িকার কণ্ঠ শুনবেন দর্শক। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহা, উজ্জয়িনী মুখোপাধ্যায় ও তিমির বিশ্বাস প্রমুখ।

{link}

উল্লেখ্য, গল্পের প্রেক্ষাপট ১৭৭০ সাল। সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করলেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে।

{ads}

 

News Breaking News Devi Chowdhurani Tollywood সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article