header banner

Dipsita Dhar : দীপ্সিতা ধর একেবারে সোজা বলিউডে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে দাঁড়িয়ে সকলের সামনে চলে আসেন দীপ্সিতা ধর (Dipsita Dhar)। তিনি বর্তমানের বামপন্থী আন্দোলনের একটা অন্যতম মুখ। তিনি এবার মুম্বাইয়ের এক ওয়েব সিরিজে অভিনয় করছেন। জেএনইউয়ের প্রাক্তনীকে অভিনয় করতে দেখা যাচ্ছে। হাওড়ার বালির মেয়ে একেবারে সোজা বলিউডে (BOLLYWOOD)। চমকে গিয়েছেন অনেকেই।

{link}

প্রীতীশ নন্দী কমিউনিকেশনের সিরিজ ‘জিদ্দি গার্লস’-এ অভিনয় করেছেন তিনি। অ‌্যামাজন প্রাইমে এই ওয়েব সিরিজের প্রথম এপিসোড ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে, এই সিরিজটি পাঁচ কলেজ পড়ুয়ার। কলেজের কড়া প্রিন্সিপালের অধীনে থেকে বন্ধুত্ব, ভালবাসা এবং লক্ষ‌্য আবিষ্কার করার চ‌্যালেঞ্জের মুখোমুখি হবে তারা। আর কলেজে উঠবে লড়াইয়ের স্লোগানও। সব মিলিয়ে বেশ জমজমাট স্টোরি। বর্তমানে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) শীর্ষ পদেও রয়েছেন দীপ্সিতা।

{link}

অ‌্যামাজন প্রাইমে (Amazon Prime) সদ‌্য মুক্তি পেয়েছে মেয়েদের কলেজ ও হোস্টেল জীবন নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ ‘জিদ্দি গার্লস’ (Ziddi Girls)। আন্দোলনরত তরুণীর ভূমিকাতেই দেখা গিয়েছে সিপিএম নেত্রীকে। এই সিরিজে অভিনয় করেছেন নন্দিতা দাস, দিয়া দামিনী, লিলেট দুবের মতো শিল্পীরাও। এক সপ্তাহ ধরে দিল্লি ও মুম্বইয়ে শুটিং হয়েছে বলে জানিয়েছেন দীপ্সিতা। চরিত্রটি একজন অ‌্যাক্টিভিস্টের। অনুরোধ ছিল তাই ভাঙা হাত নিয়েই শুটিং করেছিলেন বলে জানিয়েছেন দীপ্সিতা ধর।

{ads}

News Breaking News Dipsita Dhar CPIM Ziddi Girls সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article