header banner

Gayatri Hazarika : ক্যানসারের কাছে হার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুধু অসম নয়, সারা দেশে তিনি ছিলেন বিশেষ জনপ্রিয় গায়িকা। মারণরোগ ক্যান্সারের (Cancer) সঙ্গে লড়াই তাঁর শেষ হলো। ১৬ মে, ২০২৫ তারিখে গৌহাটির নেমকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। দুপুর আনুমানিক ২:১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর এই অকাল প্রয়াণে সংগীত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

{link}

গায়ত্রী হাজরিকা (Gayatri Hazarika) “সৰা পাতে পাতে ফাগুন নামে…” গানটির মাধ্যমে অসমীয়া সংগীতজগতে খ্যাতি অর্জন করেন। এই গান আজও অসমের সংগীতপ্রেমীদের মনে গেঁথে আছে। এছাড়াও তাঁর একাধিক গানেও তাঁর কণ্ঠে মুগ্ধ হয়েছিল শ্রোতারা। প্লেব্যাক গানের পাশাপাশি তিনি লাইভ পারফরম্যান্সের মাধ্যমেও দর্শকদের মন জয় করেছিলেন। নতুন প্রজন্মের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। অসমে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা গায়ত্রী আধুনিক সংগীত ও অসমীয়া ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে পারতেন দক্ষতার সঙ্গে।

{link}

তাঁর ফেসবুক প্রোফাইলে তাঁকে “ভারতীয় প্লেব্যাক ও লাইভ পারফর্মার” হিসেবে বর্ণনা করা হয়। প্রায় ২০০০ ফলোয়ারের এই পেজে তাঁর গান ও পরিবেশনাগুলি আজও সংরক্ষিত আছে। Wynk Music ও Gaana-তে তাঁর অ্যালবামগুলো শ্রোতারা ভালোবাসায় শুনে চলেছেন। গায়ত্রী হাজরিকার অকাল প্রয়াণে অসমের সাংস্কৃতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা গভীর শোক প্রকাশ করেছেন। কেউ কেউ তাঁকে “অসাধারণ প্রতিভাসম্পন্ন কণ্ঠশিল্পী” বলে অভিহিত করেছেন, যিনি এক “ভয়ানক রোগের” সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন।

{ads}

News Breaking News Gayatri Hazarika Died Cancer সংবাদ

Last Updated :