header banner

Dev- Subhashree : আট বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  'দেব ও শুভশ্রী' (Dev- Subhashree) - এমন এক জুটি, যা বহু বছর দর্শকদের আবেগঘন করে রেখেছিলো। চ্যালেঞ্জ'-র হাত ধরেই প্রথমবার মাতিয়ে তুলেছিল এই জুটি। তারপর থেকে দেব-শুভশ্রী জুটির প্রতি অমোঘ টান তৈরি হয়ে যায়। আসতে থাকে ব্লকবাস্টার (Blockbuster) জুটির একের পর এক সিনেমা। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ -র মতো সিনেমাগুলো খুদে মনকে নাচিয়ে তুলেছিল। ওই জুটিকে ঘিরে ছিল এক অদ্ভুত ম্যাজিক, যা শুধু বড় পর্দায় নয়, দর্শকদের মনেও সমানভাবে ছড়িয়ে পড়ত।

{link}

তারপর সময় বদলেছে। দেব অন্য হিরোইনদের সঙ্গে কাজ শুরু করেন। নিজেকে ভেঙে ফেলে অন্য ঘরানার ছবি করতে থাকেন। শুভশ্রীও নিজেকে অনন্য উচ্চতায় তুলে গিয়েছেন। কিন্তু আমাদের শৈশবের সেই ম্যাজিক যেন কোথাও গোপনে লুকিয়ে ছিল। অনেকদিন অধরা ছিল। যে ‘ধুমকেতু’-র জন্য সবথেকে বেশি অপেক্ষা করছিলাম, সেটা মহাজাগতিক বস্তুর মতোই অদৃশ্য হয়েছিল যেন। 

{link}

শেষপর্যন্ত বহু বছর বাদে দেব-শুভশ্রীর সেই ম্যাজিক ফিরে আসছে 'ধুমকেতু' নিয়ে। বহু যুগ পরে আবার বড় পর্দায় ফের দেব-শুভশ্রী জুটি। ছবিটি শ্যুট হয়েছিল প্রায় আট বছর আগে ২০১৬ সালে, কিন্তু নানা কারণে মুক্তি পায়নি। এখন যখন সেই ছবি মুক্তি পাবে - ১৪ অগস্ট। ফের এক অদ্ভুত নস্টালজিয়া ভর করেছে মনে। যেন নিজের ছোটবেলাটাকে আবার একটু ছুঁয়ে দেখার সুযোগ মিলছে। মনে হচ্ছে যেন একটা স্বপ্ন সত্যি হতে চলেছে। ছবিতে দেবকে একজন সৎ, সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, নাম তাঁর ধ্রুব। আর শুভশ্রী তাঁর স্ত্রী, সংসারের ভরসা। একদিকে যেমন অ্যাকশন, অন্যদিকে আবেগ – এই দুই মিশ্রনেই গড়ে উঠেছে ধুমকেতু।

{ads}

News Breaking News Tollywood Dev- Subhashree Blockbuster সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article