শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নদীয়ার (Nadia) বিখ্যাত ডাকাত - রঘু ডাকাত ছিলেন গরিব মানুষের রবীহুড। তাঁকে নিয়ে ছবি হতে চলেছে এ বছরই। সিনেপর্দায় কোনও চরিত্র ফুটিয়ে তুলতে কোনওরকম কসরত বাকি রাখেন না দেব (Dev)। টলিউড সুপারস্টার কড়া হোমওয়ার্কে বিশ্বাসী। কথাতেই আছে, ‘কষ্ট করলে কেষ্ট মেলে’। সেকথা যে দেবের (Dev) ক্ষেত্রে অক্ষরে অক্ষরে খাটে, তা বলাই বাহুল্য।
{link}
গোলন্দাজ’ ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। ব্রিটিশ জমানায় ভারতীয় ফুটবলের জনকের চরিত্র আত্মস্থ করতে খালি পায়ে ফুটবলও প্র্যাকটিস করতে হয়েছিল দেবকে। যার জেরে পায়েও চোট পেয়েছিলেন তিনি। এবার ‘রঘু ডাকাত’-এর (Raghu Dakat) ক্ষেত্রেও কড়া অনুশীলনে মন দিয়েছেন দেব। শিখছেন ঘোড়সওয়ারি। পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। দেব এখন কিছুটা আর্ট ও কমারশিয়াল ছবির মিশ্রণে নতুন ধরনের ছবি করছেন। রঘু ডাকাত (Raghu Dakat) অনেকটা তেমন ছবি।
{link}
মঙ্গলবার থেকেই ঘোড়া চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন টলিউড সুপারস্টার। ডাকাত সর্দার রঘুর ভূমিকায় অভিনয় করার জন্য পারদর্শী ঘোড়সওয়ারের সমস্ত খুঁটিনাটি, কলা-কৌশল শিখতে হবে। তাই দেব কোনওপ্রকার ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং শুরু করতে চলেছেন তিনি। তাই ইতিমধ্যেই তালিম নেওয়া শুরু করে দিয়েছেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা এবং কথা বলার ধরনও শিখতে হবে তাঁকে।
{ads}