শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিরোধীরা নিন্দা করে বলেন, তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রতিক্রিয়া নাকি বাতাসের চেয়েও জোরে ছোটে। কথাটা আংশিক হলেও তো সত্য। দেব ও মিঠুন অভিনীত 'প্রজাপতি' নিয়ে কুনালের মন্তব্য নিয়ে বেশ কিছুদিনের আলোচনা ছিল। এবার 'প্রজাপতি ২' নিয়ে ময়দানে কুনাল ঘোষ। এবার তিনি মিঠুনকে বললেন ‘শুয়োঁপোকা’, আর দেবকে ‘মালি’! তাঁর দাবি দেবই নাকি বাঁচিয়ে রেখেছেন মিঠুনের অভিনয় কেরিয়ার। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োয় কুণাল ঘোষকে বলতে শোনা যাচ্ছে, ‘অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তী নিশ্চিতভাবে শ্রদ্ধেয়, এবং তাঁর অভিনয় নিয়ে কোনো প্রশ্ন করার ধৃষ্টতা আমার বা আমাদের নেই। প্রশ্নটা হচ্ছে রাজনীতি নিয়ে। তাঁর এই দলবদলুপনা, ইত্যাদি, ইত্যাদি। উনি আসছেন একটা কাজে, আর এখানে এসে কুৎসা করছেন। আজকেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। সেগুলোর উত্তর তো অন্যদের দেওয়ার কথা, যারা তাঁর সঙ্গে বেশি মেলামেশা করেন।’
{link}
কুণাল নিজের কথায় আরও যোগ করেন, ‘আমি একটা কথা বলি ওই যে প্রজাপতি ২ বলে একটা সিনেমা আসছে না, ওখানে প্রজাপতি হচ্ছে ওই যে মিষ্টি বাচ্চা মেয়েটা। মিঠুনদা এখনও শুয়োঁপোকা হয়ে আছে, ওঁর এখনো প্রজাপতিতে উত্তরণ ঘটেনি। মালি হিসেবে দেব গাছপালায় জলটল দিয়ে, কীটনাশক দিয়ে নানা কাজকর্ম করছে, মিঠুনটা কিন্তু এখনও রাজনৈতির শুয়োঁপোকা হিসেবেই রয়েছেন। একের পর এক দল ঘুরেছেন, কিছু অভিযোগ আসার পর, কিছু কারণে বিজেপিতে গিয়ে শেল্টার নিয়েছে। আর সিনেমা করতে এখানে আসে।
{ads}