শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নেতা ও অভিনেতা দেব চিরকালই ভালো মানুষ। কখনো যদি ভুল করে কাউকে আঘাত দিয়ে থাকে তাহলে তা উপলব্ধি করার পরে সেই ভুল স্বীকার করে নেন। এবারও তাই হলো।
পদ্মশ্রী টদ্যশ্রী’র মন্তব্যের পর এদিন ‘এমনি’ প্রসেনজিতের সঙ্গে ছবি শেয়ার করেন টলিউড সুপারস্টার। সেই ‘মিলনতিথি’র ফ্রেম দেখে একাংশের অনুমান, সংশ্লিষ্ট ইস্যুর রেশ ধরেই এহেন সাক্ষাৎ। সেই ছবিতেই দেখা গেল, বাংলা সিনেমার স্বার্থে হাসিমুখে একে-অপরের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন দেব-প্রসেনজিৎ। ভ্রাতৃসম অভিনেতার ‘সেদিনকার মন্তব্যে’ মান-অভিমান ঝেড়ে ফেলে বুম্বাও গুরুজনের মতোই দেবকে বুকে টেনে নিলেন। শুধু তাই নয়, দেবের পোস্ট শেয়ার করে প্রসেনজিৎ লিখলেন, “তুই এলি, কথা বললি, ভালো লাগল। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক।”
{link}
শেষপাতে দেবকে আদর জানাতেও ভুললেন না তিনি। ঠিক কী ঘটেছিল সেদিনকার স্ক্রিনিং কমিটির মিটিংয়ে? জানা যায়, ‘পুজোর সিনে ক্যালেন্ডার’ তরজা থামানোর জন্য প্রসেনজিৎ দেবের উদ্দেশে বলেছিলেন, “আমরা স্ক্রিনিং কমিটি করেছি। তোর সঙ্গে মাননীয়ার যোগাযোগ রয়েছে। ওনাকে একবার জানিয়ে রাখিস।” উত্তরে দেব বলেন, “তোমার তো ছবি হিট হয়েছে। তার উপর তুমি আবার পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ। তোমার কথা তো শুনতেই হবে!” এহেন ব্যাঙ্গাত্মক সুরেই নাকি খানিক অস্বস্তিতে পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর জিৎ যখন দেবকে জানান, “আমি অনেকদিন পর পুজোতে আসছি। তুমি একটু স্পেস দাও।” কানাঘুষো, সেকথা শুনে নাকি ‘নির্বিবাদী’ জিৎকেও রেয়াত করেননি টানা ২ বছর পুজোয় ‘ব্লকবাস্টার’ দেওয়া দেব। প্রশ্ন তোলেন, আচমকা এতবছর পরে ছবি এনে জায়গা চাওয়াটা কি সমীচীন? এমন ত্বত্ত্ব চাউড় হতেই আবার সুপারস্টারদ্বয়ের ভক্তশিবিরের ‘রক্তগরম’! কেউ-কাউকে সূচাগ্র মেদিনি ছাড়তে নারাজ। প্রসেনজিৎকে অপমানের অভিযোগও তোলে জিৎ-ভক্তরা। অবশেষে প্রসেনজিতের কাছে ক্ষমা চেয়ে নিলো দেব।
{ads}