শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের মত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কিন্তু দেব মোটেই মান্যতা দেয় না স্বরূপকে। এই নিয়ে ভিতরে ভিতরে ক্ষোভ আছে মন্ত্রীর ভাইয়ের। এবার আবার দেবের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বরূপ। টালিগঞ্জ স্টুডিও পাড়ার অঘোষিত সম্রাট, ফেডারেশন প্রধান স্বরূপ বিশ্বাস। তাঁর ‘অলিখিত নিষেধাজ্ঞা’ উড়িয়ে দিয়ে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নিজের আসন্ন ছবিতে নিতে চলেছেন দেব - জল্পনা এমনটাই। দীর্ঘ বিরতির পর এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (দেশু জুটি), আর সেখানেই নাকি দেবের তুরুপের তাস অনির্বাণ। দেব-শুভশ্রীর ধুমকেতু এক দশক বাক্সবন্দি হয়ে থাকার পর গত বছর অগস্টে মুক্তি পায়। বছরের সবচেয়ে বড় হিট ছিল সেই ছবি।
{link}
রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। ফেডারেশনের মাধ্যমে টলিউডের কলাকুশলীদের নিয়ন্ত্রণ করেন তিনি, তা কারুর অজানা নয়। অভিযোগ রয়েছে, যাঁরা তাঁর মতাদর্শের বাইরে হাঁটেন, তাঁদের ওপর ‘অলিখিত নিষেধাজ্ঞা’ জারি করা হয়। অনির্বাণ ভট্টাচার্য সেই তালিকার অন্যতম প্রধান নাম। কাজের অভাবে অনির্বাণকে ইদানীং গানের দল গড়ে শো করে দিন কাটাতে হচ্ছে। কিন্তু দেব এবার সেই ছক ভাঙতে অনড়। তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রযোজক হিসেবে কাকে ছবিতে নেবেন, তা সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত। স্ক্রিনিং কমিটি’র বিরোধিতায় সরব হয়েছেন দেব। বারণ সত্ত্বেও জানিয়ে দিয়েছেন পুজোয় ছবি মুক্তি পাবে তাঁর ছবি। স্বরূপ বিশ্বাস এবং পিয়া সেনগুপ্তদের নেতৃত্বাধীন এই কমিটির ‘নির্দেশ’ না মানার ব্যাপারে দেব তাঁর রাজনৈতিক দলের শীর্ষস্তরেও নিজের আপত্তির কথা জানিয়েছেন বলেই চর্চা ।
{ads}