header banner

Dev : দশ মাস পরে দাড়ি ছাঁটলেন দেব!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কয়েক মাস ধরেই একগাল দাড়ি নিয়ে দেবকে দেখা যাচ্ছিলো বিভিন্ন অনুষ্ঠানে। খোকাবাবু’ দেবের এই লুক ভক্তদের পছন্দও হয়েছিল খুবই। আসলে ‘রঘু ডাকাত’(Raghu Dakat) ছবিতে কিংবদন্তি ডাকাত হয়ে উঠতে ওই দাড়ি রেখেছিলেন নায়ক। তবে এবার সম্ভবত শুটিং শেষ হয়েছে। তাই দেব যে পেল্লাই দাড়ি এবার উড়িয়ে দেবেন, তা জানাই গিয়েছিল ট্রিমার হাতে তাঁর আয়নার সামনে দাঁড়ানোর পোজ দেখে।

{link}

অবশেষে চেনা লুকে ধরা দিলেন দেব। জিতে নিলেন নেটিজেনদের মন। চলতি বছরের পুজোর ছবি নিয়ে এখন থেকেই বাংলা সিনেপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে দেব-ভক্তরা। গত কয়েক বছর ধরেই পুজোর ছবিতে চমক দিচ্ছেন তিনি। নিজেকেই বারবার ভাঙছেন সুপারস্টার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এই পুজোয় দেবকে দেখা যাবে বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাতের ভূমিকায়।

{link}

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhrubo Banerjee) পরিচালনায় ‘রঘু ডাকাত’ ছবিতে এক্কেবারে ভিন্ন লুকে ধরা দেবেন নায়ক। আর সেকারণেই দর্শকের অধীর অপেক্ষা। এই ছবির জন্য নিজেকে ফের ভেঙেছেন দেব। পরিবর্তন এনেছেন নিজের শারীরিক গঠনেও। শিখেছেন ঘোড়সওয়ারি। শুধু তাই নয় এই ছবির ক্ষেত্রে উল্লেখ্য যে বিষয় তা হল সুপারস্টারের দাড়ি। এই চরিত্রের জন্য দশ মাস একগাল দাড়ি রেখেছিলেন দেব। থাইল্যান্ড থেকে শুটিং সেরে শহরে ফিরেই শনিবার সন্ধ্যায় একটি ছবি পোস্ট করেন দেব। আর তার ক্যাপশনে লেখেন, ‘দশ মাস বাদে অবশেষে মিস্টার বেয়ার্ডকে বিদায় জানানোর সময় এসেছে।’ 

{ads}

News Breaking News Raghu Dakat Tollywood Dev Dhrubo Banerjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article