header banner

Dharmendra: শারীরিক স্বাস্থ্যে উন্নতি! হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন অভিনেতা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। পড়ে দ্রুত তার পরিবারের পক্ষ থেকে সেই খবরকে মিথ্যা বলে জানিয়ে দেওয়া হয়। তিনি এখন ভালো আছেন। মুইম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা যাচ্ছে, এই মুহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। আপাতত বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। ধর্মেন্দ্রর টিমের তরফে জানানো হয়েছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। বাড়ি থেকেই চলবে যাবতীয় চিকিৎসা। একইসঙ্গে সকলকে অনুরোধ জানানো হয় তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি যাতে সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয়।

{link}

  উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। বলিউডের ‘হিম্যান’কে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন অনেকেই। অন্যদিকে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে? যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

{ads}

Dharmendra News Dharmendra Health Dharmendra Health Update Bengali News Bollywood Bollywood News সিনেমা ধর্মেন্দ্র অভিনেতা

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article