header banner

Dhumketu : ‘ধূমকেতু’র শো টাইম বাড়লো, খুশি দেব!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : স্বাভাবিক কারণেই ভীষণ খুশি দেব (Dev Adhikari)। নিজে পোষ্ট করে তা জানিয়ে দিয়েছে দেব। রবিবার একটি পোস্টের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে (Instagram) ভাগ করে নিয়ে লেখেন, ‘এমনি নয়, এটা বাস্তব’। অন্যদিকে সেই পোস্টে দেখা যাচ্ছে লেখা। কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সমস্ত সিনেমাহলে।’

{link}

এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে যে, ‘ধূমকেতু’র (Dhumketu) একাধিক শো টাইম বেড়েছে এবং এখনও দর্শক এই ছবির আরও শো বাড়ানোর অনুরোধ করছেন। সেই ইতিবাচক পোস্টই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেব। ধূমকেতু নিয়ে যে উন্মাদনা তৈরী হয়েছে, তা সাম্প্রতিককালে কোনো বাংলা ছবি নিয়ে হয়তো হয় নি। দেবের পোষ্ট শেয়ার করে প্রিয়া সিনেমার মালিক অভিজিৎ দত্ত লিখেছেন," ‘এটা সত্যিই অবিশ্বাস্য যেভাবে ছবির অ্যাডভান্স বুকিং হয়েছে।’ উল্লেখ্য, ইতিমধ্যেই ‘ধূমকেতু’র প্রায় সাড়ে ছ’হাজারের বেশি অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছে।

{link}

সেই আপডেট ইতিমধ্যেই নিজেদের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে প্রযোজক রানা সরকার ও দেব। ধূমকেতু’র পাশাপাশি একইসঙ্গে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে মেগা বাজেটের ছবি ‘ওয়ার ২’। যা সারা দেশে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এহেন ছবি মুক্তিতে যাতে বাংলা ছবি ক্ষতিগ্রস্থ না হয় তাঁর জন্য আগেভাগেই পদক্ষেপ করেছে টলিউড। বাংলা ছবির যে বিশেষ দর্শক আছে, সেই দর্শককে ধরে রাখতে সচেষ্ট সমস্ত বাংলা ছবির কলাকুশলি ও টেকনিশিয়ানরা।

{ads}

 

News Breaking News Dev Adhikari Dhumketu সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article