header banner

Dhoomketu : অবশেষে মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : টলিউডের জুটি বলতে দেব (Dev) এবং শুভশ্রীর (Subhashree Ganguly) নাম প্রথম সারিতেই আসে। বহু রোমান্টিক এবং কমেডি ছবি তার উপহার দিয়েছেন। যদি আপনি দেব অথবা শুভশ্রীর ভক্ত তাহলে এটি আপনার জন্য একটি খুশির খবর। অবশেষে সামনে এল বড় আপডেট। মুক্তি পেতে পারে সুপারহাইপড ছবি 'ধূমকেতু' (Dhoomketu Movie)।

{link}

২০১৫-র অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব- শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত  ছবি 'ধুমকেতু'-র। মাঝে কেটে গেছে প্রায় অনেক গুলি বছর। তবে 'ধূমকেতু' যে অবশেষে মুক্তি পেতে পারে, তার একটা আভাস মঙ্গলবারই দিয়েছিলেন অভিনেতা প্রযোজক দেব।  ছবির আর এক প্রযোজক রানা সরকারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি শেয়ার করেন দেব , এবং ক্যাপশানে লেখেন "এবার ভাল কিছুই হবে এমনটাই আশা করা যাচ্ছে।' দেব- শুভশ্রী দুজনেই তাদের এই ছবি রিলিজ নিয়ে আগ্রহী।

{link}

বিভিন্ন ইন্টারভিউতে তাদের সেই আগ্রহ প্রকাশ পেয়েছে। দেব নিজেও একাধিকবার জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে সেরা অভিনয় লুকিয়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই। ধূমকেতু'র সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনুপম রায় (Anupam Roy)। সূত্রের খবর, ‘ধূমকেতু’ ছবিতে যুগলবন্দিতে ধরা দেবেন অরিজিৎ সিং (Arijit Singh) এবং শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)! ফলে, সঙ্গীতপ্রেমীদের জন্যও যে এই ছবি অপেক্ষা করার মতো, তা বলাই বাহুল্য। তবে কবে মুক্তি পাবে ধূমকেতু, ১৬ই মে? তবে এই বিষয় নিয়ে দেব বা শুভশ্রী কেউই মুখ খোলেননি। সুপারহিট জুটিদের নিয়ে তৈরি এই ছবি রিলিজ নিয়ে উত্সাহী ভক্তবৃন্দরা।

{ads}

News Breaking News Dev Subhashree Ganguly Tollywood Dhoomketu Kaushik Ganguly

Last Updated :