শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতা, বিতর্ক পেরিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। আর সিনেমার প্রথম তিন দিনের ‘দৌড়’ই প্রমাণ করে দিল এখন ব্লকবাস্টার হওয়া শুধু সময়ের অপেক্ষা! ওপেনিং ইনিংসেই ছক্কা হাঁকিয়ে পঁচিশের ব্লকবাস্টার ছবি ‘সাইয়ারা’র রেকর্ড ভেঙেছিল। আর সেই বিজয়রথ অব্যহত রেখেই দিন তিনেকে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘ধুরন্ধর’। বিশেষ করে সপ্তাহান্তের বক্স অফিস অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ হওয়ার সিনেবিশেষজ্ঞদের! রবিবার দেশের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ ছিল পর্দায় ‘ধুরন্ধর’ ম্যাজিক দেখার জন্য।
{link}
একশো কোটির বক্স অফিস মার্কশিট দেখে দেশের বাইরে বিশেষ উদযাপনে মাতলেন রণবীর-দীপিকাও। স্যাকনিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন, শুক্রবার ‘ধুরন্ধর’ ২৮ কোটির ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে শনিবার ৩২ কোটির আয় হয়েছে। আর রবিবার ছুটির দিনে বক্স অফিসের সেই গ্রাফ একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটিতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, সপ্তাহের পয়লা দিন ব্যস্ত সোমবারেও থামার নাম নেই ‘ধুরন্ধর’-এর! সকাল দশটা পর্যন্ত দেড় কোটির ব্যবসা করতে পেরেছে রণবীর সিং অভিনীত সিনেমা।
{ads}