header banner

Dhurandhar: দুরন্ত গতিতে দৌড় শুরু করলেও লড়াইয়ে কান্তারা, ছাবার থেকে অনেক পিছিয়ে রনবীরের সিনেমা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় রণবীর সিং ছাড়া অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল। ছবি মুক্তির আগে থেকেই চর্চায় এসেছিল রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় রণবীর সিং ছাড়া অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল। ছবি মুক্তির আগেই চড়া দামে বিক্রি হয়ে গিয়েছিল ছবির টিকিট যার ফলে মোটামুটি আন্দাজ হয়ে গিয়েছিল এই ছবি ভাঙতে চলেছে একাধিক রেকর্ড।

{link}

  তবে এখনও পর্যন্ত সেরার সেরা হতে পারেনি ‘ধুরন্ধর’। তবে প্রথমদিনেই সাইয়ারাকে পিছনে ফেলে দিয়েছে এই ছবিটি। যদিও এখনও ছুঁতে পারেনি ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ এবং ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ ছবিগুলিকে। প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ২৭ কোটি টাকা, গত জুলাই মাসে প্রথমদিনে সাইয়ারা আয় করেছিল ২১ কোটি টাকা। গত জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত সাইয়ারা প্রথম দিনে ২১ কোটি টাকা আয় করেছিল, যার থেকে প্রায় ৬ কোটি টাকা বেশি আয় করেছে এই ছবিটি। এই বছরের গত ফেব্রুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত ভিকি কৌশলের ‘ছাভা’ প্রথম দিনে আয় করেছে ৩১ কোটি টাকা এবং ‘কান্তরা চ্যাপ্টার ওয়ান’ আয় করেছিল আয় করেছে ৬০ কোটি টাকা।

{ads}

Ranveer Singh Dhurandhar Movie Dhurandhar Movie News Bengali News West Bengal News Bengali News Today Bollywood News Bollywood Movie সংবাদ ধুরন্ধর খবর রনবীর সিং সিনেমা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article