header banner

Sangser Village : এক নতুন অফবিট গ্রামের সন্ধান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাহাড়ে ঘুরতে যাওয়ার মন ছাইছে। কিন্তু মূল পাহাড়ে বিস্তর ভিড়। তাই আপনাদের জন্য আজ এক নতুন অফবিট গ্রামের সন্ধান এনেছি। ঘুরে আসুন সাংসের। পাহাড়ের কোলে, চা বাগানের মাঝে সুন্দর একটি গ্রাম । রাজ্যের শেষ পাহাড়ি সীমানায় অবস্থিত। দার্জিলিং (Darjeeling) নয়, সাংসের  কালিম্পংয়ে (Kalimpong)। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায়,  কালিম্পং থেকে মাত্র ১৪ কিমি দূরে অবস্থিত। এই গ্রাম থেকে স্পষ্ট ঝকঝক করে কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga)।

{link}

আহা! মন উজাড় প্রকৃতির রূপ। সাংসের গ্রামটি পাহাড়ের কোলে অবস্থিত। চারপাশে  চা বাগান। পাশে রয়েছে পাহাড়ী রাস্তায় ট্রেকিং করার সুযোগ। অন্যদিকে, পাইন গাছে ঘেরা জঙ্গল। দূরপীন, ডেলো, রামিতে ভিউ পয়েন্ট, হনুমান টক ঘুরে আসা যায়। লাভা–লোলেগাও, রিশপ, কোলাখাম, ইচ্ছেগাঁও, সিলেরিগাও যাওয়া যায় সাংসের থেকে। এমন জায়গায় নাম শুনেই নিশ্চই উৎফুল্ল হয়ে উঠছেন। একবার ঘুরে আসুন। বার বার যেতে ইচ্ছে করবে।

{link}


যাওয়া - নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) রেল স্টেশন থেকে ছোট গাড়ি রিজার্ভ কিংবা শেয়ার ছোট চারচাকা গাড়ি কিংবা শিলিগুড়ি জংশন থেকে কালিম্পংগামী সরকারি বাস অথবা ছোট চারচাকা গাড়ি ভাড়া করতে হবে। সরকারি বাসে গেলে খরচ হবে মাথা পিছু ১৪৫ থেকে ১৫০ টাকা।  ছোট গাড়ি ভাড়া করলে মাথাপিছু খরচ হবে ২৫০ থেকে ৩০০ টাকা। কালিম্পং পৌঁছে কালিম্পং মোটর স্ট্যান্ড থেকে ছোট গাড়ি ভাড়া করতে হবে। কালিম্পং থেকে সাংসের গ্রামের দুরত্ব ১৪ কিলোমিটার। থাকা - সাংসের গ্রামে (Sangser Village) বেশ কয়েকটি ব্রিটিশ আমলের বাংলো রয়েছে, সেখানে থাকা যায়। হোমস্টের সংখ্যা কম। হোমস্টে-তে থাকলে মাথাপিছু খরচ হবে ১৫০০ টাকা। ব্রেক ফাস্ট, দুপুর ও রাতের খাবার এর মধ্যে অন্তর্ভুক্ত।

{ads}

News Breaking News Travelling Darjeeling Kalimpong West Bengal Kangchenjunga New Jalpaiguri Sangser Village সংবাদ

Last Updated :