header banner

Tollywood : টলিপাড়ায় ফের ডিভোর্সের হাওয়া

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : টলি পাড়ায় বিয়ে বা প্রেম থেকে অনেক জোরে ছোটে ডিভোর্সের খবর। সদ্য একটা ডিভোর্সের (Divorce) খবর আসতে না আসতেই ঘাড়ে আরেক বিবাহবিচ্ছেদের খবর। প্রথম খবরের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও এক ডিভোর্সের খবরে হতবাক অনুরাগীরা। পর্দায় তাঁরা প্রত্যেকেই তাঁদের বড় পছন্দের মানুষ। প্রথমে খবর আসে সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর ডিভোর্সের।

{link}

এদিন সুস্মিতার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সেই খবর সোশাল মিডিয়ায় তুলে ধরেন সুস্মিতার সাংবাদিক স্বামী সব্যসাচী চক্রবর্তী। সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই।  প্রথম খবরে ধাতস্থ হয়ে ওঠার আগেই এদিন বিকেলে আসে টেলিদুনিয়ায় আরও এক জুটির ডিভোর্সের খবর।

{link}

ঘর ভাঙছে দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর। এই মুহূর্তে দীপ্সিতা অভিনয় করছেন ভিডিও বউমা ধারাবাহিকে। অন্যদিকে কৌশিক অভিনয় করছিলেন ‘রোশনাই’ ধারাবাহিকে। এদিন নিজের ইনস্টাগ্রামে দীপ্সিতা একটি পোস্ট করে জানান তাঁদের ঘর ভাঙার কথা। অভিনেত্রী লেখেন, ‘আমি ও কৌশিক আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে নেই। আমরা আমাদের বিয়েটা টিকিয়ে রাখার জন্য অনেকরকম চেস্টা করেছি কিন্তু শেষ অবধি পারলাম না।"

{ads}

News Breaking New Tollywood Divorce সংবাদ

Last Updated :