header banner

Ecology : দুধ উথলে গেলেই কি ঘরে দারিদ্র্য?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এমনিয়েই বাস্তুমতে দুধ উথলে যাওয়া বিশেষ শুভ নয়। দুধ উথলে যাওয়া আসলে পরিবারের জন্য অশুভ ইঙ্গিত। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, বুধবার দুধ পুড়ে যাওয়াকে ভীষণ অশুভ। তাতে চাকরি বা ব্যবসায় প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়। আর্থিক উন্নতিও থমকে যায়। তাই বুধবার বিশেষ যত্ন নিন। হিন্দুধর্মে যে কোনও শুভ অনুষ্ঠান বা শুভকাজে দুধ ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। শুধু হিন্দুধর্মে নয়, অন্যান্য ধর্মেও দুধকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

{link}

বাস্তুশাস্ত্র (Ecology)মতে, দুধ উথলে যাওয়া ও পুড়ে যাওয়ার ঘটনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে, দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রয়োজনীয় জিনিস বা ঘটনার শুভ ও অশুভ প্রভাব পড়ে। ধর্মীয় নীতিতে সপ্তাহের প্রতিটি দিনের নিরিখে বেশ কিছু বিধান উল্লেখ রয়েছে। কথাতেই রয়েছে, দুধ উথলে যাওয়া বা পুড়ে যাওয়া অত্যন্ত অশুভ। সপ্তাহের বুধবার করে যদি বারবার দুধ উথলে যায় তাহলে বুঝতে হবে এটি একটি অশুভ ইঙ্গিত। লক্ষ্মী আপনার সংসার ছেড়ে চলে যাচ্ছেন। যার ফলে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

{link}

দারিদ্র্যের ইঙ্গিত এটি। একই ভাবে দুধ ফুটে গিয়ে পুড়ে গেলেও তা ভাল লক্ষণ নয়। অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত। মাঝে মাঝে এমন ঘটনা ঘটলে কোনও সমস্যা নেই। তবে বার বার দুধ উথলে ওভেনে ছড়িয়ে গেলে বা পুড়ে গেলে সাবধান হোন এখনই। খারাপ দিন শুরু হতে বেশি সময় লাগবে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধবার দুধ পুড়ে যাওয়াকে ভীষণ অশুভ। তাতে চাকরি বা ব্যবসায় প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়। আর্থিক উন্নতিও থমকে যায়। তাই বুধবার বিশেষ যত্ন নিন। এদিনে ক্ষীর, পায়েস বা দুধের তৈরি জিনিস না রান্না করাই ভাল। কারণ এই সময় দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

{ads}

 

News Breaking News Astrology Ecology সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article