শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আপনি যদি এই বিশেষ দিনের আগে শিবলিঙ্গ কেনেন, তাহলে এই নিয়মগুলি মেনে চলবেন। এতে আপনার কখনোই অসুবিধা হবে না। শিবলিঙ্গ ঘরে রাখলে সঠিক দিকে রাখতে হয়। তাহলে কখন আপনি দুঃখের সম্মুখীন হবেন না। জানুন কোন দিকে রাখবেন শিবলিঙ্গ।
{link}
* কোথায় রাখবেন - যখন আপনই বাড়ির ঠাকুর ঘরে শিবলিঙ্গ রাখবেন, তা কিন্তু অত্যন্ত শুভ হবে। মহাদেবের পুজো নিয়মিত করবেন। তাছাড়াও জল নিবেদন করবেন শিবলিঙ্গে। বাড়িতে ভোলাবাবাকে রাখলে উত্তর ও উত্তর পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ। এতে বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করে এবং আর্থিক দিকেও ভীষণ লাভ হয়।
* একাধিক শিবলিঙ্গ রাখবেন না - বাড়িতে একটি শিবলিঙ্গ রাখবেন, একাধিক শিবলিঙ্গ ভুলেও রাখবেন না। নাহলে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। শিবলিঙ্গ কখনোই মাটিতে রাখবেন না। কোনও স্ট্যান্ডের ওপর শিবলিঙ্গ রাখবেন। যে ঘরে আপনি শোবেন সেই ঘরে একদমই রাখবেন না।
{link}
* বাড়িতে ভাঙা শিবলিঙ্গ রাখবেন না - ভুল করেও বাড়িতে ভাঙা শিবলিঙ্গ রাখবেন না। এতে আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি আর্থিক দিকেও অবনতি হতে থাকবে। যদি বড়িতে ভাঙা শিবলিঙ্গ বাড়িতে থাকে, তাহলে সেটি কোনও ঠাকুর মন্দিরে কিংবা গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিয়ে আসবেন। সেই সঙ্গে আপনি একটি নতুন শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসবেন।
* নতুন শিবলিঙ্গ কিনে আনার পর কী করবেন - শিবরাত্রির (Maha Shivratri) আগে যদি আপনি শিবলিঙ্গ কেনেন, তাহলে অবশ্যই শিব ঠাকুরকে গঙ্গা জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে তাকে চন্দনের তিলক পরাবেন। সেই সঙ্গে বেল পাতা, ফুল, মধু ইত্যাদি অর্পণ করার পাশাপাশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেখাবেন।
{ads}