শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারতীয় পুরানে তুলসী কে বিষ্ণুপ্ৰিয়া বলা হয়। তাই হিন্দু ধর্মে তুলসী গাছের আদর আলাদা। ভারতীয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মনে করে বাড়িতে তুলসী গাছ (Tulsi tree) থাকলে সেই বাড়িতে লক্ষ্মী বিরাজ করেন। তবে এ কথাও বলা হয় যে তুলসী গাছের পাশে কয়েক ধরনের গাছ রাখা উচিত নয়। এতে খারাপ প্রভাব পড়তে পারে। সেই গাছগুলো আপনি বাড়িতে রাখতে পারেন, তবে কখনোই তুলসী গাছের সান্নিধ্যে রাখবেন না।
* ক্যাকটাস গাছ (Cactus Tree) -
বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছের কাছে ক্যাকটাস গাছ রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার অর্থহানি হতে পারে। পরিবারের নানান সমস্যা আসতে পারে। এমনকি সকলের সঙ্গে অশান্তি বাঁধতে পারে।
{link}
* শমী গাছ -
তুলসী গাছের কাছে কখনোই শমী গাছ রাখা উচিত নয়। যদিও বা রাখেন অন্তত ৫ থেকে ৬ ফুট দূরত্বে রাখার চেষ্টা করুন। না হলে আপনার পরিবারের ঝগড়া, অশান্তি বাধতে থাকবে। কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না।
* লেবু গাছ -
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছের কাছে কখনোই লেবু গাছ রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। সেই সঙ্গে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করবে। এতে আপনার অর্থহানি হতে পারে।
{link}
* টক ফলের গাছ -
কামরাঙ্গা, করমচা, তেঁতুল ইত্যাদি টক ফলের গাছ তুলসী গাছের আশেপাশে রাখবেন না। এতে আপনার বাড়ির বড় কোনও সদস্য খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়বেন। এমনকি আপনার পরিবারে নানান সমস্যা লেগে থাকবে। সব শেষে ভারতীয় জ্যোতিষ বলছে যে, আসল কথা বিশ্বাস। ভারতীয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের উপর বিশ্বাস রেখে এই নির্দেশিকা পালন করুন। দেখবেন আপনার ভালো হবে।
{ads}