header banner

ED : বেটিং কাণ্ডে মিমি-উর্বশীকে ইডির তলব

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২০২৬ নির্বাচনের আগে ইডি (ED) আবার শীতঘুম ত্যাগ করে নড়েচড়ে বসেছে। এবার বেটিং কাণ্ডে দুই মহিলা তারকাকে ডাকলো ইডি। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও উর্বশী রাউতেলাকে (Urvashi Rautela) তলব ইডির। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে দিল্লিতে ইডির হেডকোয়ার্টারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। এর আগে এই কাণ্ডে নাম জড়িয়েছিল টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra)।

{link}

এবার সেই তালিকায় নাম জড়াল মিমি ও উর্বশীর। সম্প্রতি এই বেটিং কাণ্ডে নাম জরিয়েছিল টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার। তাঁর পর এবার সেই একই কণ্ডে ডাক পড়ল মিমির। জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে সোমবার। এনফোর্সমেন্ট ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী সোমবার, ১৫ সেপ্টেম্বর মিমিকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর মঙ্গলবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উর্বশী রাউতেলাকে। অভিনেতা-অভিনেত্রীরা এই বেটিং অ্যাপগুলির প্রচার চালিয়ে সেখান থেকে প্রচুর আর্থিক সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ।

{link}

একই সঙ্গে তদন্তকারী সংস্থার আরও দাবি বেটিং অ্যাপগুলি কয়েক কোটি টাকা অবৈধভাবে উপার্জন করছে। উল্লেখ্য, অবৈধ বেটিং অ্যাপ (Betting app) প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি গেরোয় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে।

{ads}

News Breaking News ED Mimi Chakraborty Ankush Hazra Urvashi Rautela Betting app সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article