শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নানা বিতর্ক, নানা আলোচনা, সেন্সর বোর্ডের নানা আপত্তি সব রাস্তা অতিক্রম করে অবশেষে এবার মুক্তির পথে 'ইমার্জেন্সি'। কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলাকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১৭ জানুয়ারি। দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল।’ ইনস্টাগ্রামে নিজেই ছবি মুক্তির কথা জানিয়েছেন 'কুইন'।
{link}
এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এই ছবির চিত্রনাট্যাকারও তিনি নিজেই। আবার ছবির পরিচালক, প্রযোজক দুটিই কঙ্গনা নিজে। ফলে এই ছবি নিয়ে মানুষের কৌতূহল অনেক। শেষে পর্যন্ত দেখার যে এখানে কতটা বাস্তবের প্রতিফলন ঘটেছে।দীর্ঘ টানাপোড়েনের পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় 'ইমার্জেন্সি'। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরী অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইমার্জেন্সি ছবিটি। তবে বেশ কিছু শিখ সংগঠন সহ শিরোমণি অকালি দল এই ছবিটির মুক্তির বিরোধিতা করেছিল।
{link}
তাঁদের দাবি ছিল ছবিটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল তথ্য তুলে ধরেছে। ঐতিহাসিক তথ্যকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছিলেন তাঁরা। এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছিলেন কঙ্গনা। এবার সামনে আসতে চলেছে এই বহু বিতর্কিত ছবি।
{ads}