header banner

Dharmendra: 'বাবা বেঁচে আছেন! গনমাধ্যমগুলি ভুল খবর ছড়াচ্ছে’, জানালেন কন্যা এষা দেওল

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একটা মিথ্যা নিউজ বাতাসের থেকেও দ্রুত ছোটে। আর এই ব্যাপারে বড়ো দায়িত্ব সংবাদ মাধমের। মঙ্গলবার সকাল থেকেই বড়ো ছোট সমস্ত সংবাদ মাধ্যমে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। খবর নয়, স্পষ্ট ভাষায় উল্লেখ করলে মিথ্যা খবর! মঙ্গলবার সকালে গোটা দেশজুড়ে যখন কান্নার রোল, তখন সেই আবহে ধর্মেন্দ্র কন্যা এষা দেওল আশ্বস্ত করলেন যে, বাবা এখনও বেঁচে রয়েছেন। বাবার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ার কারণে বাস্তবিকভাবেই মনে আঘাত পেয়েছেন তিনি। এমনকি সমাজের বেশ কিছু জনপ্রিয় ও সুপরিচিত ব্যক্তিও সত্যতা যাচাই না করে ধর্মেন্দ্রর মৃত্যুর বিষয়ে লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই বিষয়টির কারণে স্পষ্টভাবেই সম্পূর্ণ নেটমাধ্যম জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সাংবাদিকদের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

{link}

বাবার মৃত্যুর ভুয়ো খবরকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় এষা লেখেন, “গণমাধ্যমগুলি অতিরঞ্জিত করে মিথ্যে খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল এবং উনি সুস্থ হয়ে উঠছেন। এই মুহূর্তে সকলের কাছে অনুরোধ, আমাদের পরিবারকে একটু একান্তে থাকতে দিন। বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ।”  স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বলি পাড়ার সকলেই। বর্তমানে সকলেই দ্রুত এই বর্ষিয়ান অভিনেতার আরোগ্য কামনা করছেন। 

{ads}

Dharmendra Death Dharmendra News Dharmendra Health Dharmendra Health News Bollywood Bengali News ধর্মেন্দ্র খবর বলিউড খবর এষা দেওল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article