header banner

CM: মমতা বন্দ্যোপাধ্যায়ের একচেটিয়া গান

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  চলতি বছর ছট পুজো উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা গান প্রকাশিত হতে চলেছে। বিহার, উত্তর প্রদেশ সহ দেশের একটি বড় অংশের মানুষের কাছে এই ছট উৎসব অন্যতম জনপ্রিয় পার্বন। ‘পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের’ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এই গানের কথা বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই গান ছট উৎসবের সময় শোনা যাবে। গানটি মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজেও আসবে বলে জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

{link}

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”ছট পুজো উপলক্ষ্যে আপনাদের অনেক অনেক শুভকামনা। আমি কাল এর জন্য একটি গানও লিখেছি। এই গানের কথা আমার। যদি ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা চাইছি। তবে… এটি করেছি। বানিয়েছি একটি গান ছটি মায়ের জন্য। আপনারা কাল ঘাটে গিয়ে (পুজোর সময়) শুনতে পাবেন, আমাদের পুলিশ এগুলোকে লাগিয়ে দেবে। আমি পেনড্রাইভ দিয়ে দিয়েছি। কাল আমার ফেসবুকে দেখা যাবে।” এদিন বড় বাজার ও পোস্তা বাজারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘’অনেকেই এমন আছেন যাঁরা কাজ ফেলে রাখেন, তবে কিন্তু আমি কাজ ফেলে রাখা পছন্দ করি না। মন থেকে কাজ করার কথা।

{link}

এখানে আমি ভোটের কথা বলতে আসিনি, যখন প্রয়োজন হয়, তখন তো কাউকে পাননা। কিন্তু আমাদের পাবেন ৩৬৫ দিন কাকের মতো। কোকিল আসবে…কুহু কুহু করে চলে যাবে। কিন্তু কাক রোজ আসবে। তার ডাক পছন্দ নাও হতে পারে। তবে রোজ আসে সে।”সম্প্রীতির বার্তা দিয়ে এদিন তিনি বলেন, ”বাংলা…’ তো পুরো মিনি ইন্ডিয়া। বাংলাকে নিজের ঘর ভাবুন, তাহলেই আপন করতে পারবেন।”

{ads}

news breaking news CM Mamata Banerjee news song exclusive সংবাদ

Last Updated :