শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রকৃতির মধ্যেই আছে এমন অনেক উপাদান যা মানুষকে নানা শারীরিক যন্ত্রনা থেকে মুক্তি দেয়। আয়ুর্বেদশাস্ত্র মতে ঢোলকলমি এক অসাধারণ গুণ সম্পন্ন লতা। ঔষধি গুণে ভরপুর এই উদ্ভিদটি সামান্য আর্দ্রতার মধ্যেও খুব সহজেই জন্মায়। গ্রাম বাংলার এই লতার নাম ঢোলকলমি (Ipomoea carnea) ৷ অবহেলায় বেড়ে ওঠা এই লতা পুষ্টিগুণে ভরপুর৷ শীত, গ্রীষ্ম বা বর্ষা যেকোনো ঋতুতেই এটি শুকায় না।
{link}
এই কারণেই হিন্দি ভাষায় মানুষ একে বেহায়া বলে। অর্থাৎ কোনও হায়া বা লজ্জা নেই ৷ যে কোনও ঋতু ভেদে তরতরিয়ে বেড়ে ওঠে৷ তাই এটি লজ্জাহীন বা বেহায়া গাছ ৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেন, ঢোলকলমিতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়।শরীরে ক্ষত থাকলে এর পাতার পেস্ট লাগালে ক্ষত দ্রুত সেরে যায়।
{link}
শরীরে ব্যথা হলে এর পাতা গরম করে বেঁধে দিলে আরাম হয়। শরীরের কোথাও ফোলা থাকলে এর পাতার পেস্ট লাগালে ফোলা উপশম হয়। দাঁতে পোকা বা পায়োরিয়া থাকলে, এটি দিয়ে ব্রাশ করলে আরাম হয়। যদি কাউকে বিছে কামড়ায়, তাহলে এর পাতা থেকে বের হওয়া রস কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয়। ধীরে ধীরে বিষের প্রভাবও কমে যায়।
{ads}