শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : খোদ রামানন্দ সাগরের টেলিপর্দার রাম অরুণ গোভিলও বলিউড তারকার রাম হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ‘মহাভারত’-এর ভীষ্ম মুকেশ খান্নাও (Mukesh Khanna) কটুক্তি করতে ছাড়েননি! লক্ষ্মীবারে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’(Ramayana)-এর ঝলক। পরিচালক নীতেশ তিওয়ারি এই সিনেমা ঘোষণা করার পর থেকেই দর্শক-অনুরাগীরা রণবীর কাপুরকে(Ranbir Kapoor) রঘুনন্দন বেশে দেখার জন্য মুখিয়ে ছিলেন।
{link}
ইন্ডাস্ট্রির অনেকে আবার নাম না করে পরোক্ষভাবে ‘রমণীমোহন’ কাপুরনন্দনের অতীত কেচ্ছার প্রসঙ্গ উত্থাপন করে কটাক্ষ-সমালোচনা করেছিলেন। সেসব সমালোচনা নিয়ে নির্মাতা কিংবা অভিনেতার কেউই মুখ খোলেননি। তবে বৃহস্পতিবার পয়লা ঝলক মুক্তি পেতেই নিন্দুকদের মুখে কুলুপ! স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছেন রণবীর ভক্তরা। স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) প্রতিক্রিয়ার দিকেও নজর ছিল সকলের। কারণ তিনি স্বামী রণবীর কাপুরের সবথেকে বড় ‘চিয়ার লিডার’। রামায়ণ’-এর ফার্স্ট লুক দেখে শেষমেশ মুখ খুললেন কাপুরদের বউমা। স্বামী যখন রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলছিলেন, তখন রামমন্দির উদ্বোধনের দিন নিজের সাজপোশাকেই রামপ্রেম জাহির করেছিলেন আলিয়া ভাট।
{link}
কাপুরবধূর সেই ‘রামায়ণ’ শাড়ি রীতিমতো ‘টক অফ দ্য টাউন’ হয়ে ওঠে! এবার ‘রামায়ণ’-এর ঝলক দেখেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন। তবে কতিপয় শব্দে। ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর ফার্স্ট লুকে রঘুনন্দনের বনবাসের খানিক ঝলক দেখানো হয়। যেখানে গেরুয়া বসন পরনে তিরন্দাজি রণবীর কাপুরকে দেখা গিয়েছে। অভিনেতার মুখ না পুরোপুরি দেখা না গেলেও, যেটুকু দেখানো হয়েছে, তাতেই কৌতূহলের পারদ চড়েছে। উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। আলিয়া বলেছেন, "কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে এমন একটা কর্মকান্ডের শুভসূচনা হল, যা আজীবন মনে রাখার মনে রাখার মতো।"
{ads}