header banner

Astrology : চৈত্র অমাবস্যায় মেনে চলুন কিছু নিয়ম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের (Astrology) কাছে গ্রহণের মূল্য অসীম। বিশেষ করে সূর্যগ্রহণ। মানব শরীরে ও মনে এই গ্রহণের ব্যাপক প্রভাব পড়ে। চলতি বছর ২৯ মার্চ অত্যন্ত বিশেষ দিনটি। এদিনেই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এদিনেই পড়েছে চৈত্র অমাবস্যা। এই দিন পূর্বপুরুষদের খুশি করার অত্যন্ত শুভ একটি দিন। এই দিন শনিদেবের পুজো করলে আপনার জীবনের সফলতা লেগে থাকবে। সেই সঙ্গে করতে হবে মহাদেবেরও পুজো। এসময় ভুলেও এই কাজগুলি করবেন না।

{link}

* প্রাণীদের হয়রানি করবেন না- চৈত্র অমাবস্যায় এমন কিছু নিয়ম আছে, সেগুলি মেনে চলতে হবে। যেমন কোন প্রাণীকে কখনোই হয়রানি করবেন না। বিশেষ করে গরু, কুকুর, কাকের কোনও ক্ষতি করবেন না। এতে শনিদেব রেগে যাবেন। এতে আপনার জীবনেও নানান সমস্যা আসবে।

* এদের অপমান করবেন না - এই দিনে বাবা, মা প্রবীন বা কোনও মহিলাকে অপমান করবেন না। এতে শনিদেব আপনার জীবনকে আর্থিক সঙ্কটে ঘিরে ধরবে। সেই সঙ্গে আপনার জীবনে নানান সমস্যা আসবে। অর্থহানি পর্যন্ত হতে পারে।

{link}

* চুল, নখ, দাড়ি কাটবেন না - শনি অমাসব্যায় চুল, নখ, দাড়ি কাটবেন না। এটি খুব অশুভ। এটি করলে জীবনে বাধার সমস্যা সৃষ্টি হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না।

* আমিষ খাবেন না - এই বিশেষ দিনে মাংস ও মদ খাবেন না। আমিষ খাবার খেলে আপনার জীবনে সমস্যা হবে। শনিদেব রেগে যেতে পারেন। আর শনিদেবের ক্রোধের কারণে আপনার জীবন ছারখার হয়ে যাবে।

{ads}

News Breaking News Astrology সংবাদ

Last Updated :