শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পঞ্চমী তিথি শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ রবিবার থেকে। যা বসন্ত পঞ্চমীর (Basant Panchami) উৎসব নামে পরিচিত। বসন্ত পঞ্চমীর দিন জ্ঞানের দেবী সরস্বতীর পুজো করা হয়। মা সরস্বতী শিল্প, বুদ্ধি, সংগীতের দেবী। দেবীর এক হাতে বীণা, অন্য হাতে বই, তৃতীয় হতে জপ মালা আছে, বর দেওয়ার ভঙ্গি থাকে দেবীর। যে ব্যক্তি বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজো করেন, তার জীবনে সফলতা লেগেই থাকে। আর্থিক দিকেও তার খুব লাভ হয়। তার খুব মন বসে পড়াশুনায়।
{link}
বসন্ত পঞ্চামীতে কিছু নিয়ম মেনে চলুন - বসন্ত পঞ্চমীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। তারপর হলুদ বস্ত্র পরুন। আচার নিয়ম মেরে দেবী সরস্বতীর পুজো করুন। পুজোর সময় মা সরস্বতীকে হলুদ রঙের বস্ত্র, খাদ্য, ফুল নিবেদন করুন। মা সরস্বতীর হলুদ রঙ খুব পছন্দ করেন। ভোগ হিসেবে তাকে হলুদ মিষ্টি নিবেদন করুন। আপনি চাইলে জাফরান তৈরি ক্ষীর তৈরি করে দিতে পারেন।
{link}
বসন্ত পঞ্চামীতে কিছু কাজ না করার পরামর্শ দিয়েছে জ্যোতিষ- পুজোর সময় মা সরস্বতীর সামনে খাতা, পেন, পেন্সিল ইত্যাদি রাখুন। বসন্ত পঞ্চমীর দিন ভুল করেও গাছ কাটবেন না। এদিন বসন্ত ঋতু শুরু হয়, যা কিন্তু প্রকৃতিকেই উৎসর্গ করা হয়। এদিনে গাছ কাটলে মা সরস্বতী রেগে যান। বসন্ত পঞ্চমীর দিন ভুলেও মাংস খাবেন না। এটি খুব অশুভ। এদিন উপোস করুন এবং নিরামিষ খাবার খান। কথাবার্তা সংযমে রেখে বলুন। কারোর সঙ্গে খারাপ কথা বলবেন না। কারোর মনে আঘাত দিয়েও কোনও কথা বলবেন না।
{ads}