header banner

Ecology : পরিবারের সুখ ও শান্তি আনতে কিছু নিয়ম মেনে চলুন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পরিবারের সেই সব আছে, যা একটা পরিবারের সুখ ও শান্তি নিয়ে আসতে পারে। তবুও পরিবারে শান্তি নেই। নানা কারণে  অশান্তি, কলহ লেগেই আছে। দীর্ঘমেয়াদী কোনও সমাধান না পেলে মানুষ নিজের ভাগ্যকেই দোষারোপ করতে থাকেন। ঋণের বোঝা আরও একটি সংকট। কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করেন না, তবে বাস্তুতন্ত্র এই সংকটের অন্যতম কারণ হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে অনেক সমস্যা বাড়িয়ে তোলে। বাস্তুর এই ছোট ছোট বিষয়গুলি কী কী?

{link}

* অনেকেরই হাত-পা না ধুয়ে বা বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস থাকে। এই কাজ বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ। এই ভুল ধনী মানুষকে কাঙাল করে তুলতে পারে। তাই অর্থসংকট এড়াতে সবসময় মাথায় রাখবেন, বিছানায় বসে কখনওই খাবার খাওয়া উচিত নয়। খাওয়ার আগে অবশ্যই হাত-পা ধুয়ে ফেলবেন।

* বাস্তুশাস্ত্র অনুসারে, ডাস্টবিন কখনওই বাড়ির বাইরে বা প্রবেশদ্বারে রাখা উচিত নয়। এর জেরে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। বাস্তু দোষের প্রকোপ বাড়ে। তাই বাড়ির মূলদরজা সবসময় পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন সন্ধ্যায় ঘি দিয়ে প্রদীপ জ্বালানো উচিত। ডাস্টবিন সর্বদা দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে শুভ বলে মনে করা হয়। রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয়।

{link}

* বাস্তুশাস্ত্র অনুসারে, সন্ধ্যের সময় দুধ, দই বা লবণ কাউকে দান করা উচিত নয়। আর্থিক সংকটময়ের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করা হয়। 

 * ধর্মীয় গ্রন্থ ও বই সবসময় পশ্চিম দিকে রাখা উচিত। অনেকে খাটের উপরে, বালিশ ও গদির নিচে রেখে দেন। এতে ঘরের মধ্যে নানা ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে পারেন আপনি।

{ads}

News breaking News Ecology সংবাদ

Last Updated :