header banner

সৃষ্টিতেই শ্রেষ্ঠত্বের পরিচিতি

article banner

সৌভিক চোঙদার

শিল্প ও সৃষ্টি একই পাতার দুই মেরু , সৃষ্টির আধিপত্যের শিকড়  নির্ভর করে শিল্প ভুমির ধার্য ক্ষমতার ওপর । সৃষ্টি কখনো হয় এক ধংসের সুত্র থেকে , কখনো হয় এক আবেগে আপ্লুত চিন্তা থেকে , আবার এক দীর্ঘ মেয়াদি ভাবমূর্তি থেকে । ২০২০ এই ধরিত্রীর কাছে এক অপ্রিয় স্বপ্ন , যা চাইলেও এই ধরিত্রী মা ভুলতে পারবেন না । কিন্তু এই অপ্রিয় স্বপ্নের মধ্যেও জন্ম নিয়েছে এক নতুন আশা , আত্মনির্ভর হয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা এবং নিজ গৃহের ছায়ায় ভিন্ন শিল্পের মাধ্যমে সৃষ্টির বহিঃপ্রকাশ ঘটানো ।
লকডাউনের পর থেকেই মানুষ তাঁর নিজ শিল্পকলায় প্রতিষ্ঠার তাগিদে এগিয়ে চলেছে , সোশ্যাল মিডিয়ামকে মাধ্যম  অস্ত্র হিসাবে ব্যাবহৃত করে তাঁর সৃষ্টিকে প্রকাশ করতে সক্ষম হয়েছে এই বিশ্বের সামনে । নানা শিল্পকলায় তৈরি করে চলেছে আত্মপরিচিতি ।{ads}
কেউ নিজের স্বপ্ন তৈরি করছেন রকমারি কেক বানিয়ে , অপরুপ কারুকার্য ও সৌন্দর্য মেলে ধরছেন এই প্রাণচুমুক খাদ্যে , বাড়িতে থেকেই বেকারি ব্যাবসায় সাফল্য লাভ করছেন অনেকেই । দিনের পর দিন নতুন শিল্পকলায় মেলে ধরছেন এই বেকারি ব্যাবসায় । তাছাড়া সাধারণ মানুষ পরিস্কারের কথা চিন্তা করে গৃহে তৈরি খাদ্যেদ্রব্যে গুরুত্ব দিচ্ছেন বেশী । 
বৃহত্তম বেকারি দোকান গুলিও এই গৃহে তৈরি ব্যাবসাকে মান্যতা দিয়ে তাঁদের সঙ্গে ব্যাবসার একটি পথ তৈরি করছেন ।
বেকারি শিল্প ছাড়াও নানা হোম ডেলিভারি খাদ্যের ব্যাবসা সৃষ্টি করছে নতুন আয়ের উপায় । যে সমস্ত মানুষেরা তাঁদের ব্যাস্ততার কারনে খাবার তৈরি নিজেদের বাড়িতে করতে পারেন না এবং হোটেল বা রেস্তরাঁয় বিশ্বাসী ছিলেন তাঁরা আজ এই হোম ডেলিভারি খাদ্যে ভরসা দেখিয়েছেন তাই এই ব্যাবসাতেও তৈরি হয়েছে নানান শিল্পের ও এই শিল্পের মাধ্যমেই পরিচিতি পাচ্ছে ভিন্ন স্বাদের খাবার ।
শুধু খাবারেও শিল্প ও সৃষ্টির প্রাধান্য তা নয় , খাবারের সঙ্গেও এগিয়ে এসেছে নানান হাতে তৈরি অলংকারের শিল্পকলা , পুজার সময় থেকে শুরু করে বিয়ের মাস অবধি ভিন্ন সাজের অলঙ্কার কেড়েছে নজর , ঘরে বসেই কাজকে ভালোবেসে তৈরি হয়েছে ভিন্ন সৃষ্টি যে স্বাধীন সৃষ্টির কাছে হার মেনেছে বৃহত্তর প্রতিষ্ঠানগুলি ।
সৃষ্টি কখনো থেমে থাকতে পারে না , যত বৃহৎ বাঁধাই আসুক না কেন আত্মনির্ভর ও স্বাধীন চিন্তার মানুষ অভিন্ন শিল্পকলাকে জন্ম দিয়েছেন সমস্ত বাঁধা ও বিপত্তিকে গ্রহন করে । তাই শিল্প ও সৃষ্টির সম্পর্ক অমর ।{ads} 
 

Food Bakery Chinese food Art Creative Innovation Design cake

Last Updated :