header banner

Japan : কর্মচারীদের জন্য ফ্রি-তে মদ্যপানের সুযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এমন অফার পেলে বহু মানুষই খুশিতে উল্লেসিত হয়ে উঠবে। সম্প্রতি এমনই এক অফার দিয়েছে জাপানের (Japan) এক কম্পানি। ভারতীয় কর্মীরা নাকি কাজ করতে চায় না! এমনই বিস্ফোরক মন্তব্য করেছে এল অ্যান্ড টি (L&T)কর্তা। যেখানে কর্মীদের নাকি কাজ করাতে পারছে না, সেখানেই কর্মীদের খুশি রাখতে নানা অফার দিচ্ছে এক অফিস।

{link}

কী সেই অফার? আনলিমিটেড মদ। কর্মীরা যত ইচ্ছে মদ্যপান করতে পারবেন। আবার মদ্যপানের পর হ্যাংওভারের জন্য ছুটিও দেওয়া হয়। এই দারুণ অফার দিচ্ছে জাপানের ওসাকার একটি কোম্পানি। ট্রাস্ট রিং কোম্পানি (Trust Ring) তাদের কর্মচারীদের জন্য ফ্রি-তে মদ্যপানের সুযোগ দেয়। তারপর মদ খেয়ে হ্যাংওভার হলে, তার জন্য ২-৩ ঘণ্টার ছুটিও দেয়। নতুন কর্মচারীদের আকর্ষিত করতেই এই অফার দিচ্ছে সংস্থা।

{link}

সংস্থার সিইও জানিয়েছেন, সংস্থার কর্মীদের একটি অনন্য ও উপভোগ্য পরিবেশ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র বেতন দিয়ে প্রতিযোগিতা নয়, বরং কর্মীদের ভাল পরিবেশ দিতে আগ্রহী আমরা, যাতে তারা কাজ করতে আগ্রহী হয়। কোম্পানির সিইও নিজেও কর্মীদের সঙ্গে মদ্যপানও করেন। ওই কম্পানিতে যারা চাকরি করেন তাদের বিপুল বেতন, বিপুল কাজের চাপ। তাই এই নতুন অফার।

{ads}

News Breaking News Japan Trust Ring Drink সংবাদ

Last Updated :