শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ২১ বছর আগে ২০০৪-এর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখের (SRK) ফিল্মি কেরিয়ারের অন্যতম সেরা ছবি 'স্বদেশ' (Swades)। সেই ছবিতেই শাহরুখের নায়িকা ছিলেন গায়ত্রী জোশী (Gayatri Joshi)। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় ১৩ থেকে ৮৩ -এর মন জয় করে ফেলেছিল। কিন্তু, স্বদেশই ছিল গায়েত্রীর কেরিয়ারের প্রথম ও শেষ ছবি।
{link}
অদ্ভুত ভাবে স্বদেশ ছবির ২১ বছর পরেও আর কোনওদিন পর্দায় ফেরেননি শাহরুখের হিট নায়িকা গায়ত্রী। কিন্তু কেন? আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি অবশ্য বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে গায়ত্রীর অভিনয় নিয়ে ইতিবাচক কথাবার্তাই শোনা গিয়েছিল। তাড়াতাড়িই ছবির জগৎকে বিদায় জানান গায়ত্রী। ভারতের অন্যতম ধনী এক ব্যক্তিকে বিয়ে করে সংসারী হন তিনি।
{link}
তবু তাঁকে নিয়ে কৌতূহল রয়েই গিয়েছে দর্শকের। ১৯৭৭ সালে নাগপুরে জন্ম গায়ত্রীর। মুম্বইয়ে কলেজে পড়াকালীনই মডেলিং শুরু করেন তিনি। গোদরেজ, এলজি, বম্বে ডাইং, সানসিল্ক, ফিলিপস-এর মতো বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। শাহরখের সঙ্গে হুন্ডাই-এর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন গায়ত্রী। কর্মব্যস্ততার মধ্যে থাকলেও বিয়ের পর আর কখনও অভিনয়ে দেখা যায়নি গায়ত্রীকে।
{ads}