শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এমন বিরল ঘটনা ভাইরাল হয়েছে নেট পাড়ায়। বিষয়টা দেখে সকলেই অবাক। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। মাঠ ছেড়ে রাস্তায় ঘুরে বেরাচ্ছিল ছাগলটি। কোথাও যদি একটু সবুজ ঘাস পাওয়া যায়। ঘুরতেই ঘুরতেই তার নজর যায় বিদ্যুতের তারের উপরে। ব্যাস, কোনওভাবে খুঁটি বেয়ে উপরে উঠে পড়ে সে।
{link}
ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, সুন্দর তারের উপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে ছাগলটি। আর নিচে এই কাণ্ড দেখে হতবাক পথচলতি লোকজন। সকলেই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সেই ‘বিরল’ মুহূর্ত। কিন্তু কি করে এটা সম্ভব হলো তা ভেবে সকলে অবাক। ছাগলটির কাণ্ড কারখানা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটপাড়ার বাসিন্দারা। ভিডিওর নিচে কেউ লিখেছেন, ‘খাবারের লোভে কত কাণ্ড ঘটাল ছাগলটি।’
{link}
কেউ আবার উদ্বেগ প্রকাশ করে বলছেন, ‘কোনওভাবে ছাগলটি পা ফসকে নিচে পড়লে বড় বিপদ হত।’ তবে অনেকেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। কীভাবে ছাগলটি বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে উঠল, আবার সরু তারের উপর দাঁড়িয়েও থাকল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই দাবি করছেন এ ভিডিও এআই দিয়ে তৈরি। কিন্তু বাস্তবে এটা সত্য।
{ads}