শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : যদিও তাদের আইনগত বিয়ে হয়েছিল বছর খানিক আগে। পড়ে নভেম্বরে জানা যায় রূপসা গর্ভবতী। তারপরে আর দেরি না করে তারা অনুষ্ঠান করে সামাজিক বিয়ে করে। অক্টোবর মাসে ধুমধাম করে সামাজিক বিয়ে সেরেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee) ও সায়নদীপ সরকার। আইনি বিয়েটা অবশ্য এক বছর আগেই সেরে ফেলেছিলেন দুজনে।
{link}
সামাজিক বিয়ের মাস ঘুরতেই সুখবর ভাগ করে নেন দুজনে। নভেম্বরে মাতৃত্বের খবর প্রকাশ্যে এনে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রূপসা। সেই নিয়ে কম কটাক্ষেরও শিকার হতে হয়নি তাঁকে। হালে পুত্র-সন্তান হওয়ার ইচ্ছেপ্রকাশ করাতেও ট্রোলড হন রূপসা-সায়ন ও তাঁদের পরিবার। জানুয়ারি মাসের এক্কেবারে শেষদিন মা-বাবা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন রূপসা-সায়ন। অভিনেত্রী হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন’।
{link}
রূপসার ছেলে হল না মেয়ে? সেই প্রশ্ন শুনে একগাল হাসি নায়িকার। বললেন, ‘এটা এখনই বলব না’। তবে সূত্রের খবর, পুত্র-সন্তানের জন্ম দিয়েছেন ভানুমতীর খেল খ্যাত অভিনেত্রী। স্বামী সায়নদীপের সোশ্যাল মিডিয়া পোস্টেও মিলেছে সেই ইঙ্গিত। সায়নদীপ যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেল বাবার আঙুল ধরে রয়েছে খুদে। ক্যাপশনে রূপসার বর লেখেন, ‘বিলম্বিত প্রজাতন্ত্র দিবস সবাইকে এবং নিজেকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা। জুনিয়র।’
{ads}