header banner

শীতে ভুগছেন চুলের সমস্যায়? পড়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে চুল? কাজ দেবে ঘরোয়া টোটকা

article banner

শীতকালে চুলের দফারফা? ঝরা পাতার মতো চিরুনি, তোয়ালে ও মাটিতে দেখতে পাচ্ছেন মাথার চুল? চুল হয়ে গেছে রুক্ষ, কমে গেছে চুলের ঔজ্জ্বল্য? আপনি একা নন, প্রায় ৮০ শতাংশ নারি রাই রয়েছেন চুলের সমস্যায়।খুব সহজেই এবং কম খরচে ফিরিয়ে আনা যাবে মা-দিদিমার যুগের চুলের সেই ঔজ্জ্বল্য। তার জন্য একবার ব্যাবহার করে দেখুন এই ঘরোয়া টোটকাটি। চলুন দেখে নেওয়া যাক একটি ছোট্ট ঘরোয়া পদ্ধতি যা অতিসহেজে ফিরিয়ে আনবে চুলের গ্রোথ তাও দু-সপ্তাহের মধ্যেই। 


কোকোনাট এবং অ্যালোভেরা জেল: ঘোরোয়া এই জেলটি তৈরি করার জন্য যে বিশেষ জিনিস গুলি প্রয়োজন সেগুলি হল, দুটো কাচের বাটি, একটি বড় একটি ছোট। একটি টাটকা অ্যালোভেরা গাছের পাতা। দুই চামচ নারিকেল তেল। আর এক টেবিল চামচ ক্যাস্টরওয়েল ও একটি ভিটামিন-ই ক্যাপস্যুল। 


এবার কথা হচ্ছে কিভাবে তৈরি হবে জেলটি, খুবই সোজা। প্রথমে, ছোট বাটিটির মধ্যে নারিকেল তেল ও ক্যাস্টরওয়েলটিকে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ভিটামিন-ই ক্যাপসুলটি এই তেলের মধ্যে দিতে হবে। এই তিনটি জিনিস খুব ভালকরে মিশিয়ে ফেলতে হবে বেশ ১০ মিনিট মত। তারপর বড় বাটিতে জল গরম করতে হবে, ওই জল গরমের মধ্যে ছোট বাটিটি বসিয়ে দিতে হবে এবং তাতিয়ে নিতে হবে, আমরা তেলকে সরাসরি আগুনে গরম করতে পারিনা তাই এই পদ্ধতিতে গরম করব। যখন মিশ্রনটি ভালোভাবে মিশে যাবে এবং হালকা উত্তপ্ত হয়ে যাবে তখন এটির মধ্যে ওই টাটকা অ্যালোভেরার পাতাগুলোর ভিতরের শাঁসটি চামচ বা ছুরি দিয়ে বের করে ওই পূর্ব মিশ্রণের মধ্যে দিতে হবে দুই চামচ মতো এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

 
মিশ্রণটি তৈরি হয়ে যাবার পর আঙুলে করে ভালোভাবে মাথায় লাগিয়ে ফেলতে হবে। প্রায় ৫মিনিট ধরে ম্যাসাজ করতে হবে, এটি আপনাকে রাতে ব্যাবহার করতে হবে। সারারাত লাগিয়ে রাখার পর পরের দিন সকালে ভালোভাবে শ্যাম্পু করে ফেলতে হবে। কিন্তু শ্যাম্পু করার আগে মিশ্রণটিকে হালকা উষ্ণ জলে প্রথমে ধুয় তারপর ঠাণ্ডা জলে ধোবেন দিয়ে শ্যাম্পু করে কন্ডিশনার লাগাবেন। যেকোনো কন্ডিশনার প্রায় ১০মিনিট মতো মাথায় ভালোভাবে ম্যাসেজ করবেন দিয়ে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলবেন।


ম্যাসাজের সাথে মিলিত এই অনন্য সূত্রটি আপনার মাথার ত্বকের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তুলবে, যার ফলস্বরুপ আপনার চুলের দ্রুত বৃদ্ধি ঘটবে। আপনি লক্ষ্য করবেন আপনার চুল আগের চেয়ে বেশি মসৃণ ও চকচকে হয়ে যাচ্ছে। সপ্তাহে দুবার করে ব্যাবহার করুন এই জেলটি, দেখবেন দুবার ব্যাবহাররে পরই আপনি হাতেনাতে ফল পাচ্ছেন। আরও ঘরোয়া বিউটি টিপস পেতে চোখ রাখুন প্রতি রবিবার শেফফিল্ডের পেজে।            

{ads}

Hair fall Hair Fall Treatment Coconut Aloe vera Entertainment Beauty Cure Beauty Tips Hair fall Problems Nature Ayurveda- Woman Re medic Tips Beauty

Last Updated :