header banner

Maithon Dam : আসানসোলের কাছে স্বর্গ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভ্রমণরসিক বাঙালি বাড়ির ধারেকাছে বেড়াতে চায়। কিন্তু সব সময় তারা পছন্দসই জায়গা পায় না। তাদের জন্য আমাদের আজকের প্রস্তাব মাইথন ড্যাম (Maithon Dam)। মাইথন ড্যাম পশ্চিমবঙ্গ (West Bengal) আসানসোলের (Asansol) সন্নিকটে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শীতের সময় এই পর্যটন কেন্দ্রে কার্যত তিল ধারণের জায়গা থাকে না। আসানসোল শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরেই রয়েছে এই মাইথন ড্যাম।

{link}

ছুটির দিনে পরিবার হোক বা বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরে আসতে পারেন এই মাইথন ড্যামে। স্বাভাবিকভাবেই আপনার মন চনমনে হয়ে উঠবে। এই মাইথন ড্যামে এসে আপনি নৌকা ভাড়া করে নৌকা বিহার করতে পারবেন। জলাধারের জল অনেকটা দেখতে নীল জলের মতো। মনোরঞ্জনের জন্য সেই শোভা কাছে থেকে দেখতে পরিবারের লোকজন হোক বা বন্ধু-বান্ধবদের নিয়ে এসে আপনি নৌকা বিহার করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট পরতে হবে। প্রকৃতি এখানে উজাড় করে নিজেকে সাজিয়েছে।

{link}

পুজোর সময় আপনি পরিবার নিয়ে যেতে পারেন ওই ড্যামে। মাইথন ড্যামের এই জলাধারের জলগুলি দেখতে অনেকটা নীলচে বা নীল কালার এর। পাশাপাশি রয়েছে চারিদিকে সবুজ গাছে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য। যে প্রাকৃতিক দৃশ্যগুলি আপনি মোবাইলে বন্দী করলেই কার্যত আপনার মন ভালো হয়ে যাবে। অনেকে আছেন যারা এই জলাধারের ছবি নিজেদের মোবাইলে বন্দি করেন এবং অনেকেই বন্ধুবান্ধবদের দেখাতে সোশ্যাল মাধ্যমে রিলস তৈরি করেন। মাইথন ড্যাম এর আরেক পাশে রয়েছে জল ছাড়ার এক অপরূপ দৃশ্য। বর্ষাকালে যখন চারিদিকে বৃষ্টি শুরু হয় তখন জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ছাড়া হয় সেই দৃশ্য দেখতে বহু দূর দুরান্তের মানুষ ভিড় করেন।

{ads}

 

News Breaking News Maithon Dam Travelling Asansol সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article