header banner

Dharmendra: "ধরমজীর স্মৃতি আঁকড়ে বাকি জীবন কাটাবো", হেমা মালিনী

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে বড়সড় ক্ষতি হয়ে গিয়েছে বিনোদুনিয়ার। রীতিমতো মনখারাপ সকলের। আর সেই আবহেই মৌনতা ভেঙে ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম নিজের অনুভূতি ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর ‘ড্রিমগার্ল’, হেমা মালিনী। ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর পর এই প্রথম সোশাল মিডিয়ায় পোস্ট করলেন হেমা (Hema Malini)। দু’জনের বিভিন্ন স্পেশাল মুহূর্তের ও বিভিন্ন পারিবারিক ছবি ভাগ করে লিখলেন, ‘ধরম জি, তিনি আমার সবকিছু ছিলেন। আমার স্বামী, আমার দুই সন্তান এষা ও অহনার স্নেহময় বাবা, বন্ধু-পথপ্রদর্শক। আমার জীবনের সব ওঠাপড়ায় তাঁকে আমার পাশে পেয়েছি। আমার সবটা জুড়ে শুধু তিনিই ছিলেন।’ 

{link}

এখানেই শেষ নয়, হেমা আরও লেখেন, ‘শুধুমাত্র নিজের ব্যবহার, পরিচয়ে আমার পরিবারের সকলকে আপন করে নিয়েছিলেন। এমনকী তাঁর অভিনয়, কর্মদক্ষতা তাঁকে বাকি সকলের থেকে আলাদা করেছে তাঁর ফিল্মি কেরিয়ারে। তাঁর তুলনা তিনি নিজেই। এত বছরের পথচলার সঙ্গী তিনি আমার। এই ক্ষতি একান্তই আমার ব্যক্তিগত ক্ষতি। যা আমাকে সারাজীবন আচ্ছন্ন করে রাখবে। আমার এই শোক কখনও ভোলার নয়। তাঁর সঙ্গে এতদিনের পথচলার বিভিন্ন ভালো স্মৃতি আঁকড়েই আমি বাকি জীবনটা অতিবাহিত করব।’

{ads}

Dharmendra News Dharmendra Death Hema Malini Bollywood Bollywood News Hindi Cinema Bengali News সংবাদ ধর্মেন্দ্র হেমা মালিনী বলিউড খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article