header banner

Hema Malini : ‘সত্যম শিবম’ ফিরিয়ে দেন হেমা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হেমা মালিনী (Hema Malini) খুব অল্প বয়সেই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তিনি প্রচুর সুপারহিট ছবি উপহার দিয়েছেন। শক্তিশালী অভিনয়ের পাশাপাশি, অভিনেত্রী তাঁর সৌন্দর্যের জন্যও জনপ্রিয়। হেমা মালিনী প্রয়াত অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের (Raj Kapoor) ছবি দিয়ে বলিউডে (Bollywood) আত্মপ্রকাশ করেছিলেন।

{link}

কিন্তু পরে হেমা মালিনী রাজ কাপুরের সঙ্গে কাজ করতে চাননি। সেই কারণে রাজ কাপুর খুব রেগে গিয়েছিলেন। রাজ কাপুর নায়িকাকে একটি ছবির প্রস্তাব দিয়েছিলেন, যা অভিনেত্রী সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। পরে সেই ছবিটি সুপারহিট হয়। সেটি সিনেমাটি হল ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত 'সত্যম শিবম সুন্দরম' (Satyam Shivam Sundaram)। এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজ কাপুর নিজে।

{link}

মুক্তির পরপরই এই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। কেবল এর গল্পই নয়, এর গানগুলিও ব্যাপক জনপ্রিয়। 'সত্যম শিবম সুন্দরম'-এ জিনাত আমান এবং শশী কাপুরকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে, এই ছবির জন্য রাজ কাপুরের প্রথম পছন্দ ছিলেন হেমা মালিনী। হেমার রাজি না হওয়ায় রাজ কাপুর জিনাত আমানকে ছবির জন্য বেছে নেন।

{ads}

 

News Breaking News Hema Malini Raj Kapoor Bollywood Satyam Shivam Sundaram সংবাদ

Last Updated :

Related Article

Latest Article